সৌদি আরবে যাবেন বাইডেন

বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : জামাল খাশোগি হত্যা নিয়ে অসন্তোষ থাকার পরও সৌদি আরব সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানায়। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ রাষ্ট্রটি তেলের উৎপাদন বাড়ানো এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধবিরতির সময়সীমা আরো বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মাথায় বাইডেনের এ সফরের খবর আসে।

বাইডেন

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, সৌদি সফরকালে বাইডেন দেশটির প্রকৃত শাসক হিসেবে বিবেচিত ৩৬ বছর বয়সী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ যুবরাজের বিরুদ্ধেই সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে তিক্ততা তৈরি হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের নতুন কোনো সফরের ঘোষণা না দিলেও তিনি জানান, বিভিন্ন সুযোগের সন্ধানে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেন।
এদিকে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে যুক্ত যেকোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন।

রিয়াদ সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বাইডেন পূর্বনির্ধারিত ইউরোপ ও ইসরায়েল সফরের সময়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন। আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা না হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের মতে, এই সফর নৈতিক ক্ষোভের বিপরীতে বাস্তব রাজনীতির বিজয়ের ইঙ্গিতবাহী হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে বাইডেন রুশ জ্বালানির বিকল্প খোঁজার এবং বিশ্ববাজার স্থিতিশীল করার চেষ্টা করছেন। সৌতি আরব, কাতার ও আমিরাতের মতো মিত্ররা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

ওয়ানপ্লাস এর সেরা ৫টি স্মার্টফোন

সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস বৃহস্পতিবার জানিয়েছে, জুলাই ও আগস্ট মাসে সামান্য উৎপাদন বাড়ানো হবে। মার্কিন কর্মকর্তাদের আশা, গ্র“পটি বসন্তে উৎপাদন আরো বাড়াবে। তবে এর ফলেও তেলের দাম নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে কমবে কি না তা নিয়েও শঙ্কা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। সূত্র : এএফপি