সৌদি আরবে ওমরাহ পালন লাখ লাখ মুসলমানের কাছে এক আজীবনের স্বপ্ন। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহণ ব্যবস্থাপনায় জটিলতা ও অনিয়মের কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। এবার এসব সমস্যা দূর করতে ও প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সৌদি আরব ওমরাহ পালনের নিয়মকানুনে বড় পরিবর্তন এনেছে। খবর খালিজ টাইমস’র।
নতুন নিয়মে ভিসা, আবাসন, পরিবহণ ও বুকিং প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরকারি প্ল্যাটফর্ম নুসুক ও মাসার-এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে অনুমোদিত পরিষেবা ছাড়া অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না।
নতুন নিয়মে যা থাকছে:
১. ভিসার সঙ্গে আবাসন বাধ্যতামূলক
ওমরাহ ভিসার আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে অথবা সৌদি আরবে আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা জানাতে হবে।
২. আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্র জমা
যারা আত্মীয়ের কাছে থাকবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট সৌদি আইডি নম্বর ভিসা আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
৩. পর্যটন ভিসায় ওমরাহ নয়
পর্যটন ভিসায় গিয়ে ওমরাহ পালন সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ম ভঙ্গ করলে ওমরাযাত্রীদের আটকানো হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশাধিকারও নাও মিলতে পারে।
৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক
সকল ওমরাযাত্রীকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ই-ভিসা নিতে হবে অথবা অনুমোদিত এজেন্সির প্যাকেজ বুক করতে হবে।
৫. ভ্রমণপথ পরিবর্তন নয়
ভিসার সময় নির্ধারিত ভ্রমণপথ পরিবর্তন বা স্থগিত করা যাবে না। বাড়তি অবস্থান করলে সর্বনিম্ন ৭৫০ রিয়াল জরিমানা করা হবে।
৬. বিমানবন্দরে যাচাই
সৌদি বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষ হোটেল ও পরিবহণ বুকিং যাচাই করবে। বুকিং না থাকলে যাত্রী জরিমানা বা আটকের মুখে পড়তে পারেন।
৭. শুধু অনুমোদিত পরিবহণ
ওমরাযাত্রীদের শুধুমাত্র নিবন্ধিত ট্যাক্সি, বাস বা হারামাইন এক্সপ্রেস ট্রেন ব্যবহার করতে হবে।
৮. ট্রেনের সময়সূচি
হারামাইন এক্সপ্রেস রাত ৯টা পর্যন্ত চলবে। এর পর অবতরণকারীদের আগে থেকেই অনুমোদিত বিকল্প পরিবহণ বুক করতে হবে।
৯. পর্যটন ভিসায় শাস্তি
পর্যটন ভিসায় ওমরাহ করতে গিয়ে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১০. নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা
যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে ৭৫০ রিয়াল থেকে শুরু করে বড় অঙ্কের জরিমানা করা হবে।
Royal Enfield Hunter 350: নতুন আপডেট, আরও আধুনিক রাইডিং অভিজ্ঞতা!
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিয়ম কার্যকর হলে ওমরাহ যাত্রা হবে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও স্বচ্ছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।