আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার (২ ফেব্রুয়ারি) প্রথম বিদেশ সফরে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি প্রিন্সের সঙ্গে বৈঠকটি করেন।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ সময় প্রিন্স মোহাম্মদ তাকে সিরিয়ান আরব প্রজাতন্ত্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। খবর আরব নিউজ
বৈঠকে এই দুই নেতা সৌদি ও সিরিয়ার মধ্যে একাধিক ক্ষেত্রে সম্পর্ক তৈরি এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়েও কথা বলেন।
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আল শারাকে স্বাগত জানান সৌদি প্রিন্স মোহম্মাদ বিন সালমান। এ সময় তিনি সিরীয় জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে তার সফলতা কামনা করেন।
ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাতের পর টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আল শারা বলেন, সৌদি আরব সিরিয়াকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। যেখানে ভবিষ্যতের জন্য সিরিয়াকে গড়ে তুলতে সৌদি সব ধরনের সহযোগিতার কথা জনিয়েছে।
গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর চলতি বছর জানুয়ারি মাসে দেশটির অন্তর্বর্তী প্রসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আল-শারা।
এর আগে গত মাসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন। সে সময় তিনি বলেন, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সৌদি আরব তাদের সঙ্গে আলোচনা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।