স্পোর্টস ডেস্ক : কয়েক হাজার কোটি টাকার জমি মাত্র ১ টাকায় পাওয়ায় বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, সৌরভকে হাজার কোটি টাকার সম্পত্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মমতার সরকার।
চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানো প্রয়াগ গ্রুপের ৭৫০ একর জমি বাজেয়াপ্ত করেছিল রাজ্য সরকার। সে জমিরই প্রায় অর্ধেক অংশ মাত্র ১ টাকায় পেয়েছেন সৌরভ।
জমি সংক্রান্ত ইস্যুতে চিটফান্ড সংস্থায় ২৭০০ কোটি টাকা বিনিয়োগকারী আমানতকারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে সৌরভ দেশের একাধিক সম্মানে ভূষিত হচ্ছেন।
সোমবার ( ২৯ জুলাই) মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্ন’ সম্মান এবং ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার (১ আগস্ট) ‘ভারত গৌরব’ সম্মান পেয়েছেন সৌরভ। দুইদিনের ব্যবধানে দুই দুইটি ক্লাবের তরফে সম্মান পেয়ে উচ্ছ্বসিত তিনি। তবে পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করলেও বিতর্ক নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ভারতীয় ক্রিকেটের এ সাবেক অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।