বায়োপিকে আয়ুষ্মানের অভিনয় নিয়ে যা বললেন সৌরভ

আয়ুষ্মান ও সৌরভ

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সৌরভের চরিত্রে সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে।

আয়ুষ্মান ও সৌরভ

সেই নিয়েই রয়েছে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা। সাম্প্রতিক সময়ে গুঞ্জন শোনা যাচ্ছিল যে আয়ুশমা খুরানাকে সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সেই জল্পনা-কল্পনায় কার্যত এবার মুখ খুললেন সৌরভ নিজেই।

সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভকে তার বায়োপিকের প্রসঙ্গে জানতে চাওয়ায় তিনি বলেন, ‘এখনো নিশ্চিত হয়নি। তবে আমি যতদূর শুনছি আয়ুশমান খুরানা (মুখ্য ভূমিকায় অভিনয় করবেন)। আমি ছিলাম না, তাই এ বিষয়ে কথা বলা হয়নি। কিন্তু আমি শিগগির কথা বলব।’