জন্মদিনে রাস্তায় বন্ধুদের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর উদ্দাম নাচ

সৌরভ গাঙ্গুলীর উদ্দাম নাচ

স্পোর্টস ডেস্ক : মহারাজা “সৌরভ গাঙ্গুলী” অবশেষে করে ফেললেন হাফ সেঞ্চুরি। এই হাফ সেঞ্চুরি খেলার মাঠে নয়, করলেন জীবনের স্টেডিয়ামে। কাটিয়ে ফেললেন জীবনের ৫০ টা বছর। আর এই পঞ্চাশ তম বছর জন্মদিন খুব আনন্দেই কাটালেন মহারাজা। যার ঝলক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। বন্ধুবান্ধব, পরিবার নিয়ে মেতে উঠেছিলেন 50 বছর জন্মদিন পালনে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তিনি পাড়ি দিয়েছেন লন্ডনে।
সৌরভ গাঙ্গুলীর উদ্দাম নাচ
সৌরভ গাঙ্গুলী মেয়ে, সানা গাঙ্গুলি পড়াশোনা সূত্রে এখন লন্ডনে থাকেন। তাই 50 তম জন্মদিন উপলক্ষে পরিবার, বন্ধু-বান্ধব সহ দাদা পাড়ি দিয়েছেন সুদূর লন্ডনে। আর সেখানেই লন্ডনের রাস্তায় খুশির আমেজে মেতে উঠতে দেখা গেল সকলকে। এ যেন এক অন্য রূপে ধরা দিলো দাদা।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে দেখা গেল এক অন্য রূপে। দাদাগীরির মঞ্চে মাঝেমধ্যে তাকে কোমর দোলাতে দেখা গেলেও এবার দেখা গেল তাকে লন্ডনের রাস্তায় নাচ করতে। নাচে, গানে আনন্দে মেতে উঠেছিলেন পরিবারের সঙ্গে। উপস্থিত ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং মেয়ে সানা সহ আরও অনেকেই। সৌরভ গাঙ্গুলী সকলের সাথে জমিয়ে নাচ করতে মেতে উঠেছিলেন। যা দেখে লজ্জায় মাটিতে বসে পড়েছিল সানা।

তবে মহারাজা সবকিছু ভুলে আনন্দে মেতে উঠেছিলেন। কোনোদিকে ভ্রুক্ষেপ না দিয়ে হাত তুলে জমিয়ে নাচ করছিলেন। পরবর্তীতে সানাকেও জোর করে তুলেছিলেন নাচ করার জন্য। তাদের “ওম শান্তি ওম”, “লন্ডন ঠুমাকে দা” গানে নাচ করতে দেখা গেছে। দাদাকে এই রূপে দেখে বেজায় আনন্দ পেয়েছেন তার অগণিত অনুরাগী। ভিডিওটি জি ২৪ ঘন্টার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। সকলেই তাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

৭ অধিনায়ক ৭ মাসে, অসহায় সৌরভ গাঙ্গুলি