বিনোদন ডেস্ক : ভারতীয় সিরিয়ালে সুন্দরী হিসেবেই পরিচিত রূপাঞ্জনা মিত্র। ক্যারিয়ারের বয়স দীর্ঘ হলেও তার রূপ কমেনি একটুও। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তার সৌন্দর্যের চর্চা পৌঁছাল দাদাগিরিতেও। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনেই রূপাঞ্জনার প্রশংসায় পঞ্চমুখ হলেন তারই বান্ধবী দেবলীনা দত্ত। আর সেই প্রশংসা শুনে দাদার সামনেই লাজে রাঙা হলেন রূপাঞ্জনা।
সম্প্রতি ছেলে রিয়ানকে নিয়ে দাদাগিরিতে যান রূপাঞ্জনা। নিজের ক্যারিয়ার নিয়ে সৌরভকে নানা কথা বলেন তিনি। এই পেশায় কেন এলেন, সেই বিষয়েও খোলসা করে বলেন অভিনেত্রী। দাদাগিরির মঞ্চে অভিনেত্রী জানান, তার মায়ের ইচ্ছাতেই তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ফলে পরিবার থেকে অভিনয় নিয়ে কোনো বাধা আসেনি।
এই কথা বলতে বলতেই সৌরভ ও রূপাঞ্জনার কথার মাঝে হঠাৎই ঢুকে পড়েন দেবলীনা দত্ত। তিনিও দাদাগিরিতে এসেছিলেন। জানান, রূপাঞ্জনা যখন টালিগঞ্জে কাজ করতে শুরু করেন, তাকে দেখতে ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো। তিনিই না কি ছিলেন টলিপাড়ার ঐশ্বরিয়া রাই। এ কথা শুনে সৌরভও হাসেন। আর রূপাঞ্জনা লজ্জায় লাল হয়ে যান।
কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন রূপাঞ্জনা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেও ছিলেন তিনি। ইতোমধ্যে প্রেমিক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন। গত বছরই আংটি বদল সেরেছেন। ডিসেম্বরে বিয়ের কথা থাকলেও সেটি যে এই বছর হতে পারে, সে কথা নিজেই জানিয়েছিলেন রূপাঞ্জনা।
বয়সে রূপাঞ্জনার চেয়ে বেশ খানিকটা ছোটই রাহুল। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আলাপ হয় দু’জনের। এই বছরের শুরুতেই মিরিকের ডন বস্কো গির্জায় বাগদান সেরেছিলেন দু’জনে। আড়ম্বর বলতে প্রিয়জনের সান্নিধ্য এবং দুটি আংটি ছাড়া কিছুই ছিল না তেমন। রূপাঞ্জনার আগেও বিয়ে হয়েছিল। সেই সম্পর্কে তার এক সন্তান রয়েছে। রাহুল ও রূপাঞ্জনার সন্তানের মধ্যে সম্পর্ক বেশ ভালো। তবে রাহুলের সঙ্গে রূপাঞ্জনার এই সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা কম হয় না। তবে এই সব বিষয়কে সেভাবে গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।