স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ও বলিউডের সম্পর্ক বহু পুরোনো। অনেক অভিনেত্রী ক্রিকেটারদের জন্য নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন। তবে, সবার প্রেমের গল্প পূর্ণতা পায়নি। তেমনই এক ঘটনা বলিউড অভিনেত্রী নাগমা ও ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী-কে ঘিরে।
৯০-এর দশকে সৌরভ গাঙ্গুলী শুধু ক্রিকেট মাঠেই নয়, অসংখ্য তরুণীর হৃদয়ে রাজত্ব করতেন। শোনা যায়, জনপ্রিয় অভিনেত্রী নাগমা তার প্রেমে হাবুডুবু খেতেন। যদিও সৌরভ তখন বিবাহিত ছিলেন এবং স্ত্রী ডোনা গাঙ্গুলী-র জন্য তিনি এই সম্পর্ককে কখনোই স্বীকৃতি দেননি।
২০০১ সালে তাদের প্রেমের গুঞ্জন চরমে পৌঁছায়। এমনকি, অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে তাদের গোপনে বিয়ে হওয়ার গুঞ্জনও শোনা যায়। কিন্তু পরে দুজনই বিষয়টি অস্বীকার করেন। ভারত কোনো ম্যাচ হারলেই সৌরভের জীবনে ‘বাধা’ হিসেবে নাগমার নাম উঠে আসত, যা শেষ পর্যন্ত তাদের দূরত্ব বাড়িয়ে দেয়।
২০০৯ সালে এক সংবাদ সম্মেলনে নাগমা প্রথমবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। যদিও তিনি সরাসরি সৌরভের নাম নেননি, তবে তার কথা শুনে নেটিজেনরা সহজেই বুঝে নিয়েছিলেন কাকে ইঙ্গিত করা হচ্ছে।
নাগমা বলেছেন, “যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে কেউ পরিবারকেও ছাড়তে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই সুযোগ ছিল না।” সৌরভ গাঙ্গুলী এই বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।