বিনোদন ডেস্ক : টেলিভিশনের ‘রানীমা’ দিতিপ্রিয়া রায় অবশেষে প্রেমে পড়লেন সুদর্শন নায়ক সুহর্ত মুখার্জীর। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈয়ের পর্দায় এই নতুন জুটির রসায়ন দেখতে পাবেন দর্শক। মে মাসে মুক্তি পাবে ‘ডাকঘর’ নামক ওয়েব সিরিজটি।
গল্প অনুযায়ী গ্রামে নতুন পোস্টমাস্টার হিসেবে একটি ছেলে আসে। তার বাবা এর আগে ওই গ্রামের পোস্টমাস্টার ছিলেন। বাবা-মা না থাকলেও তাদের স্মৃতি বিজড়িত গ্রামে ছেলেটির নিজেকে নতুনভাবে খুঁজে নেওয়ার যাত্রা শুরু হয়।
আর এই যাত্রায় তার সাথে দেখা হয় গ্রামের একটি মেয়ের। রাতারাতি নায়ক বদল! সৌরভকে ছেড়ে অন্য ব্যক্তির সঙ্গে প্রেম করছেন ‘রানীমা’ দিতিপ্রিয়া
গ্রাম্য পরিবেশে পোস্টঅফিসকে কেন্দ্র করে প্রেমের এই সম্পর্ক নিয়ে এগিয়েছে ডাকঘর গল্পটি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ‘একেনবাবু’-এর সঙ্গী সুহর্ত এবং দিতিপ্রিয়া। সাথে থাকবেন কাঞ্চন মল্লিকের মতো অভিনেতাও।
তবে দিতিপ্রিয়ার বিপরীতে ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করার কথা ছিল অভিনেতা সৌরভ দাসের। তবে কি কারণে তাঁকে এই সিরিজে দেখা যাবেনা সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
রাতারাতি নায়ক বদল!
সৌরভকে ছেড়ে অন্য ব্যক্তির সঙ্গে প্রেম করছেন ‘রানীমা’ দিতিপ্রিয়া দিতিপ্রিয়ার সাথে এই বিষয়ে কথা হলে সংবাদমাধ্যমকে তিনি জানান যে ‘গোরা’ ওয়েব সিরিজে সুহর্তর অভিনয় তিনি দেখেছেন।
তার সাথে এর আগে ‘মুক্তি’ নামে ওয়েব সিরিজে কাজ করলেও একসাথে জুটি বেঁধে লিড রোলে কাজ করার সুযোগ আগে আসেনি। তাই তিনি এই ওয়েব সিরিজটি নিয়ে বেশ উৎসাহিত। কারণ মুক্তির পরে আবার তিনি কোনো ওয়েব সিরিজে প্রেমের সম্পর্কে জড়ালেন।
‘স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’ সিরিজে ‘হাতোড়ি ত্যাগী’ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।