আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহান্সবার্গে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী মহিন খান ও তার গর্ভবতী স্ত্রী নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে তাদের দুই শিশু কন্যা।
নিহত মহিনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়।
জানা যায়, বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে এবং ঘোরাঘুরি শেষে রাত সাড়ে নয়টায় সন্তানদের নিয়ে বাসায় ঢুকছিলেন মাহিন ও তার স্ত্রী। বাসার গেইট খোলার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মহিন ও তার গর্ভবতী স্ত্রীকে গুলি করে হত্যা করে। এসময় গাড়িতে থাকা দুই মেয়ে বেঁচে যায়।
বেঁচে যাওয়া দুই শিশু মহিনের চাচাতো ভাইয়ের কাছে রয়েছে। মহিন শিশু দুটির বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
সূত্রমতে গুলিতে নিহত মহিনের স্ত্রী গর্ভবতী ছিলেন। আগামী ৫ মার্চ তার ডেলিভারির তারিখ দিয়েছিল ডাক্তার। মহিনের দুই ভাই জোহানেসবার্গের অদূরে সুয়েটোতে ব্যবসা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।