আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এই দাবি পূরণ করেছে দেশটির সরকার।
শুক্রবার সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ড. লিওন শ্রেইবার মুসলমানদের বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
মন্ত্রী ড. লিওন শ্রেইবার এক অডিও বার্তা বলেন, ‘শুক্রবার অফিসিয়ালি ৩৩ জন মুসলিম দম্পতির নিকাহ রেজিস্ট্রেশন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এই প্রথম মুসলিম নিকাহ হোম এফেয়ার্স কর্তৃক রেজিস্ট্রার হওয়ায় তিনি নিজেও গর্ববোধ করেছেন।’
তিনি বলেন, ‘মুসলমানরা ৩৫০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে অসাধারণ অবদান রেখেছে। যদিও এটি আরও আগে হওয়া উচিত ছিল; তার থেকে কয়েকশ বছর পরে এসেছে। মুসলিম বিবাহকে স্বীকৃতি দিয়ে বিবাহের প্রশংসাপত্র প্রদানের বিষয়ে মন্ত্রী হিসাবে সভাপতিত্ব করা আমার জন্য ব্যক্তিগত সম্মানের। দক্ষিণ আফ্রিকার মুসলমানদের জন্য সরকারের পক্ষ থেকে এটি একটি মাইলফলক সিদ্ধান্ত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।