আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বায়োজিদ হোসেন সুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সময় ভোররাত ৩টায় কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুকতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইবারের ছেলে।
আজ বুধবার বিকেলে নিহতের বড় ভাই রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তারা দুই ভাই দক্ষিণ আফ্রিকায় একটি স্টেশনারি ব্যবসা পরিচালনা করতেন। রিয়াদ জানান, দীর্ঘদিন ধরে বায়েজিদ হোসেন সুকতা দক্ষিণ আফ্রিকায় স্টেশনারি ব্যবসা করে আসছেন। ব্যবসা নিয়ে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের অভি নামের এক বাংলাদেশির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সেখানকার প্রবাসীরা একাধিকবার সালিস বৈঠক করে আপস-মীমাংসা করে দেন।
কিন্তু অভি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে না পেরে গত ২১ জানুয়ারি রাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সুকতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ ভোরে সুকতার মৃত্যু হয়। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
এদিকে সুকতার মৃত্যুতে তার গ্রামের বাড়িতে গেলে নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার সুখি জানান, গত ৮-৯ বছর আগে সুকতা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। পরে সেখানে একটি সুপার শপের ব্যবসা শুরু করেন। রবিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ৯টায় দোকানের ক্যাশে বসা অবস্থায় সন্ত্রাসীরা বায়োজিদ হোসেন সুকতার ওপর ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
চট্টগ্রামে গণহত্যার নায়ককে পুরস্কৃত করেছিল এরশাদ-খালেদা : পররাষ্ট্রমন্ত্রী
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামের এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। লাশ দেশে আনার জন্য পরিবারকে আইনগতভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।