আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকদের ব্যবহারের সুবিধার্থে নতুন ডিজিটাল মুদ্রা আনছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে ২০২৪ সালের শেষ দিকে একটি ডিজিটাল কারেন্সি পাইলট প্রকল্প শুরু করবে দেশটি।
এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ব্যাংক অব কোরিয়া (বিওকে) দেশের আর্থিক পরিষেবা কমিশন (এফএসসি) এবং আর্থিক তদারকি পরিষেবার (এফএসএস) সহযোগিতায় একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রার (সিবিডিসি) জন্য একটি পাইলট প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করেছে। এই প্রকল্পে অংশগ্রহণের জন্য ও সিবিডিসি ব্যবহার করার জন্য প্রায় এক লাখ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিওকের একজন কর্মকর্তা জানান, প্রাসঙ্গিক সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ এবং সম্পর্কিত আইনগুলির পর্যালোচনার পরে পাইলট প্রকল্পটি ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে পরিচালিত হবে। যদি ব্যাংকগুলো নতুন পৃথক প্রকল্পের প্রস্তাব দেয় তবে পৃথক পাইলট পরিচালনা করার সম্ভাবনা বিবেচনা করা হবে।
পাইলটের জন্য পরিকল্পনাটি বিওকে গভর্নর রি চ্যাং-ইয়ং এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (বিআইএস) মহাব্যবস্থাপক অগাস্টিন কার্স্টেন্সের মধ্যে একটি বৈঠকের পরে ঘোষণা করা হয়েছিল। কার্স্টেন্স প্রকল্পটিকে ‘ডিজিটাল ওয়ান’ হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশের ভবিষ্যত আর্থিক ব্যবস্থার জন্য ভালো একটি উদ্যোগ নিয়েছেন বিওকে।
এই প্রোগ্রামে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য একটি ডিপোজিট টোকেন দেয়া হবে। অংশগ্রহণকারীরা এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে পণ্য ও সেবা কিনতে পারবেন। পাইলট প্রোগ্রামের জন্য নির্বাচিত বাণিজ্যিক ব্যাংকগুলি আগামী বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী নাগরিকদের বেছে নেবে। প্রকল্পটি তিন মাসব্যাপী চলবে।
পাইলটের অংশ হিসেবে এ প্রকল্পে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। পাশাপাশি আর্থিক ব্যবস্থার ওপর সিবিডিসির প্রভাব ও কার্যকারিতা মূল্যায়ন এবং এর অন্য সম্ভাবনাগুলো খুঁজে বের করা হবে। পাইলট প্রোগ্রামের ফলাফলের ওপর ভিত্তি করে সিবিডিসির ভবিষ্যৎ নিয়ে ব্যাংকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।