রাশিদুল ইসলাম জুয়েল : প্রবাসী কর্মীদের নিয়োগে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার দেশটির শ্রম মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানায়।
প্রবাসী কর্মীদের নিয়োগে পরিবর্তন আসার মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. কোনো প্রবাসীকর্মী কোম্পানি পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে পুরোনো মালিকের নামে কোনো অভিযোগ না থাকলে সেই মালিক কোরিয়ান বা প্রবাসী কর্মী নিয়োগ করতে পারবে।
২. শ্রমিক ও মালিক উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কমাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। সেখানে মালিক শ্রমিক উভয়ই সব তথ্য লিপিবদ্ধ করবে। পরে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে অথবা মালিক নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের কোম্পানির পুরো ইতিহাস জানতে পারবে।
৩. জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কর্মী সংকট দূর করতে প্রবাসীদের শুধু নির্দিষ্ট এলাকার মধ্যেই কোম্পানি পরিবর্তন অনুমতি দেওয়া হবে। তবে একটি নির্দিষ্ট সময় ও কাজের দক্ষতা অর্জনের পর নিয়মতান্ত্রিক উপায়ে কোম্পানি পরিবর্তন করতে পারবে প্রবাসী কর্মীরা। সেক্ষেত্রে কোম্পানির কোনোরকম অনুমতির প্রয়োজন হবে না।
৪. দক্ষ কর্মীদের কোরিয়া পুনরায় প্রবেশের ক্ষেত্রে শর্ত শিথিলসহ দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দেওয়া হবে।
৫. ৪ বছর ১০ মাস পর নিয়ম অনুয়ায়ী প্রবাসীরা কোরিয়া ছেড়ে গেলে ৬ মাস পর পুনরায় প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া মালিক চাইলে ১ মাস পর প্রবাসীদের কোরিয়ায় নিয়ে আসতে পারবে।
৬. একই কোম্পানিতে ২ বছরের অধিক কাজ করলে এবং কাজ সম্পর্কিত দক্ষতার সার্টিফিকেট অর্জন করলে দেশে না গিয়ে একটানা ১০ বছর থাকার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা।
৭. নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী চাকুরি খোঁজার সুযোগ পাবে প্রবাসী কর্মীরা।
৮. মালিক ও শ্রমিক উভয়ের সম্মতিতে ঘর ভাড়া মাসিক বেতনের ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হবে।
৯. সরকারিভাবে দেশটিতে আসা প্রবাসী কর্মীদের জন্য আবাসন তৈরি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।