জুমবাংলা ডেস্ক: তেলের বাজারের আগুনে যেন পুড়ছে সারাদেশ। এবার বাজার মূল্যকে তোয়াক্কা না করে প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ টাকা ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের কাছে বিক্রি শুরু করেছেন উদ্ভাবক মিজানুর রহমান। বাজার থেকে লিটার প্রতি ১৮০ টাকা দরে সয়াবিন তেল কিনে গরীব ও অসহায় মানুষের মাঝে ১৫০ টাকায় বিক্রি করে নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিনব প্রতিবাদ জানান মিজান।
১শ লিটার তেল গরীব মানুষের মাঝে বিক্রি করে এ কার্যক্রম শুরু করেন যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মিজান। এসময় বাজার ছাড়া ৩০ টাকা কম পেয়ে তেল কিনতে আসা লোকজন মিজানের এমন কাজকে স্বাগত জানায়।
মিজানুর রহমান বলেন, যারা অবৈধভাবে তেল মজুদ করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিমতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা পাইকারদের এখনি মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে।
এদিকে যতদিন তেলের বাজার দর উধ্বর্মুখী থাকবে ততদিন পর্যন্ত এভাবে বাজার মূল্য ছাড়া কমদামে তেল বিক্রি করা হবে বলে জানান উদ্ভাবক মিজানুর রহমান। এছাড়া এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।