জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলিতে সয়াবিন তেলের দাম কমেছে। দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটার প্রতি কমেছে ১০ থেকে ১২ টাকা। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৬ টাকায়। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, সরকারের দেয়া নির্দেশনা মোতাবেক দাম কমেছে। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। শুক্রবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারে তেল কিনতে আসা হাসমত উল্ল্যাহ জানান, কয়েকদিন পূর্বে হিলির বাজারে খোলা সয়াবিন তেলেরর দাম ১৮০ টাকা লিটার বিক্রি হলেও আজ দাম কমেছে। তবে সরিষার তেলের লিটার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার যদি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০০ টাকার মধ্যে বেঁধে দিত তবে আমাদের মতো সাধারণ ভোক্তাদের অনেক সুবিধা হতো।
প্রথমবারের মতো নিরাপত্তা নজরদারি সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশ
হিলি বাজারের মুদী দোকানদার জহির উদ্দিন বলেন, দু’দিনের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কমেছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল কিছু দিন ধরে ১০ টাকা কমে ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।