ঢাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক ছিনতাই

সয়াবিন তেল

জুমবাংলা ডেস্ক : ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ৩০০ ফিট এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। আজ বুধবার সকালে কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত এক দল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে কৌশলে চালককে ট্রাক থেকে নামিয়ে সেটি নিয়ে পালিয়ে যায়। ট্রাক চালককেও মাইক্রোবাসে তুলে গাজীপুরে নিয়ে ফেলা দেয়া হয়। ছিনতাই হওয়া তেলের মূল্য ২০ লাখ টাকা বলে জানা গেছে।

সয়াবিন তেল

ট্রাক চালক বাবুল জানান, বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি অয়েল মিল থেকে ৬০ ড্রাম সয়াবিন (১১ হাজার ১০০ কেজি) সয়াবিন তেল ট্রাকে নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রুপগঞ্জ থানার বালু নদীর সেতু পেরিয়ে ১০০ গজ এগিয়ে খিলক্ষেত থানার ৩০০ ফিটের কাছাকাছি পৌঁছলে কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা একদল লোক গতিরোধ করে ট্রাক ও মালের কাগজ দেখতে চায়।

এর মধ্যে ছিনতাইকারীদের একটি দল ট্রাক চালক বাবুলকে একটি মাইক্রোবাসে তুলে নেয় এবং অন্য একটি দল ট্রাকভর্তি তেল নিয়ে পালিয়ে যায়। পরে বাবুলকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে দেয় তারা।

তেল ও ট্রাকের মালিক সাভার নামাবাজারের শাহীন এন্টারপ্রাইজের মালিক শামীম আহমেদ বিকেলে জানান, ট্রাকভর্তি তেল ছিনতাইয়ের পর কোন থানায় যাবেন কার কাছে অভিযোগ করবেন এনিয়ে দোটানায় পড়েছেন। রুপগঞ্জ পুলিশ বলছে এটা ডিএমপিতে পড়েছে, অন্যদিকে ডিএমপি বলছে রুপগঞ্জে পড়েছে। লিখিত অভিযোগ নিয়ে তিনি বাবুলকে নিয়ে খিলক্ষেত থানায় যাচ্ছেন।

প্রায় একযুগ পর বলিউডে ফিরছেন টুইঙ্কেল!

ডিএমপির খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মুন্সী সাব্বির আহমেদ জানান, ঘটনাস্থল রুপগঞ্জ থানায়। আবার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ জানান, ট্রাক চালকের দাবি অনুযায়ী বালু নদীর পর ঢাকামুখী এলাকা ডিএমপির।