জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমেছে। শুক্রবার (২১ জুলাই) শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরেক দফা হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সিবিওটিতে সয়াবিনের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে। এতে সবচেয়ে সক্রিয় তেলবীজটির দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৩ ডলার ৮৮ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৪ ডলার।
তবে সাপ্তাহিক ভিত্তিতে সয়াবিনের দর বাড়তি রয়েছে। চলতি সপ্তাহে যে হার ১ দশমিক ৩ শতাংশ।
ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরে খাদ্যশস্য বোঝাই জাহাজ দেখলেই হামলা চালাচ্ছে রাশিয়া। তা সত্ত্বেও বিশ্ববাজারে সরবরাহ উদ্বেগ কমেছে। ফলে সয়াবিন দাম হারিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে সরে গেছে রাশিয়া। এরপর থেকেই ইউক্রেনের তেলবীজসহ খাদ্যপণ্যবাহী জাহাজ আটক করছে তারা। এতে বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
রুশ প্রশাসন বলছে, ইউক্রেনের জাহাজে খাদ্যশস্যের বদলে অস্ত্র পরিবহন করা হচ্ছে। এতে মদত দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় তাদের কিছু শর্ত মানলে আবার তারা ইউক্রেনীয় কর্তৃপক্ষকে তেলবীজ রপ্তানি করতে দেবে।
এক ফরাসি ব্যবসায়ী বলেন, ইতোমধ্যে বিশ্ববাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খাদ্যপণ্যের সরবরাহ কমে যেতে পারে। তবে সবাই আশা করছেন, শিগগিরই আবার চুক্তিতে ফিরবে রাশিয়া। কারণ, জাতিসংঘ ও তুরস্ক সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, বিশ্বজুড়ে রেকর্ড করতে যাচ্ছে ডেঙ্গু
ব্যবসায়ীরা বলেছেন, বৃহস্পতিবার (২০ জুলাই) সিবিওটিতে সয়াবিনের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ড। এরই মধ্যে তেলবীজটি রপ্তানি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পণ্যটির দর নিম্নমুখী হওয়ার এটিও অন্যতম কারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।