আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ মূল্য আবার হ্রাস পেয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর কমেছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ইউএস বাজারে ইক্যুয়িটি বিক্রি কমেছে। এছাড়া দেশটির শস্য উৎপাদন অঞ্চলে সয়াবিন মাড়াইয়ের উপযোগী আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।
আলোচ্য কর্মদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে ১ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১২ ডলার ৬৮ সেন্টে। বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির আভাসে এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।
বিদায়ী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৬ হাজার জনের চাকরি হয়েছে। অথচ সেই পূর্বাভাস ছিল মাত্র ১ লাখ ৭০ হাজার। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা জেগেছে। ফলে ইক্যুয়িটি বাজারে পতন ঘটেছে।
সম্প্রতি মার্কিন শ্রম বিভাগ এসব তথ্য জানিয়েছে। পর পরই সয়াবিন দর হারিয়েছে। এর আগে তেলবীজটির দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। বুশেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছিল ১২ ডলার ৮০ সেন্টে। চলতি সপ্তাহে যা সর্বোচ্চ।
মিনিয়াপোলিসের নর্থস্টার কম্মোডিটির ব্যবস্থাপনা পরিচালক জেসন ওয়ার্ড বলেন, এ সপ্তাহের শেষদিকে ব্যাপক সয়াবিন মাড়াই হতে পারে। সেই প্রত্যাশায় সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, ভোজ্যতেল এবং লুব্রিকেন্টস জাতীয় পণ্য তৈরির মূল উপকরণের দাম কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।