স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের তারকা আইতানা বোনমাতি নারী বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। ক্যারিয়ারে এ প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের মর্যাদা পেলেন বোনমাতি।
সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীর নাম।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত নারী বিশ্বকাপে স্পেনকে শিরোপা উপহার দেবার স্বীকৃতি হিসেবে বোনমাতি ব্যালন ডি’অর জয় করেছেন। গত বছর তারই জাতীয় দলের আরেক সতীর্থ অ্যালেক্সিয়া পুটেলাস এ ট্রফি জয় করেছিলেন।
বোনমাতি গত বছর চ্যাম্পিয়নস লিগ জয়ে বার্সেলোনাকেও সহায়তা করেছেন। সম্প্রতি তিনি উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।
এদিকে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কার জিতলেন তিনি।
২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।
অন্যদিকে কেপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হলান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।