লাইফস্টাইল ডেস্ক : পুদিনা পাতা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। এতে থাকা ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন এ, সি, ডি এবং ক্যালসিয়াম আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে রান্নার বাইরে আরও কিছু চমকপ্রদ কাজে ব্যবহার করা যায় এই পাতা!
জেনে নিন পুদিনা পাতার ৫টি ভিন্ন ব্যবহার—
১. পুদিনা পাতার আইস কিউব
শরবত বা ঠান্ডা পানীয়তে স্বাদ যোগ করতে পুদিনা পাতার আইস ব্যবহার করতে পারেন। ফ্রিজের আইস ট্রেতে পানি ঢেলে প্রতিটি কিউবের মধ্যে একটি করে পুদিনা পাতা দিন। মিনিট বিশেক পর আবার পানি যোগ করে ফ্রিজে রাখুন। এতে পাতাগুলো বরফের মাঝে থাকবে, যা দেখতে আকর্ষণীয় ও সতেজতার অনুভূতি দেবে।
২. মিন্ট ডেজার্ট
অল্প পরিমাণ লিকুইড চকলেটে একেকটি পুদিনা পাতা চুবিয়ে ডিপ ফ্রিজে রাখুন। দুই ঘণ্টা পর বের করলে চকলেট জমে যাবে, যা খেতে দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে।
৩. পায়ের দুর্গন্ধ দূর করতে
পুদিনা পাতা ও পানি ফুটিয়ে নিন। এরপর সামান্য ঠান্ডা করে এই পানিতে পা চুবিয়ে রাখুন ১৫ মিনিট। নিয়মিত ব্যবহার করলে পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।
৪. প্রাকৃতিক এয়ার ফ্রেশনার
পুদিনা পাতা হালকা আঁচে শুকিয়ে নিন, তারপর পরিষ্কার সুতির কাপড়ে পুটলি বেঁধে ঘরের কোণে ঝুলিয়ে দিন। এতে ঘরদোর সতেজ ও সুগন্ধিময় থাকবে।
Doogee S119: 24GB RAM এর সঙ্গে ডুয়েল ডিসপ্লের শক্তিশালী স্মার্টফোন
৫. ব্রণ দূর করতে পুদিনা ফেসপ্যাক
পুদিনা পাতায় থাকা সালিসাইলিক অ্যাসিড ব্রণ দূর করতে সাহায্য করে। ১০-১৫টি পুদিনা পাতার সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধা ঘণ্টা পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ব্রণ দূর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।