সরকারি কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মতোই সরকারি অনুদানে পরিচালিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারের দেয়া বিশেষ সুবিধা পাবেন। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুপুরে সরকারি কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।
জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন। এ বিষয়ে আলাদা আদেশ জারি করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের উপসচিব মো. নূর-ই-আলম। বিকেলে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার আলাদা আদেশ জারি হয়েছে।
স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পাবেন বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের বাস্তাবায়ন অনুবিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০২৩ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ পাবেন।
আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।
জানা গেছে, আগামী ১ জুলাই থেকে চাকরিরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে এ সুবিধা ১ হাজার টাকার কম হবে না। সরকারি কর্মচারীরা প্রতি বছরই এ বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, বিশেষ সুবিধা পাবেন পেনশনারাও। পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকারের কাছ থেকে পেনশন গ্রহণ করা পেনশনাররা নিট পেনশনের ওপর ৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন। তবে, তা ৫০০ টাকার কম হবে না। কিন্তু শতভাগ পেনশন সমার্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করা পেনশনাররা এ বিশেষ সুবিধা পাবেন না। সূত্র : দৈনিক শিক্ষাডটকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।