যশ-নুসরাতের বিশেষ ‘ডেট’

যশ-নুসরাত

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির অফিসে তলবও করা হয়েছিল নায়িকাকে।

যশ-নুসরাত

আনন্দবাজার পত্রিকার অনলাইন সূত্রে জানা যায়, অনেকের মনে প্রশ্ন ছিল যেদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে হাজিরা দেওয়ার জন্য যাবে নুসরাত তার সঙ্গে কি দেখা যাবে সঙ্গী যশ দাশগুপ্তকে? সেই উত্তর সঙ্গে সঙ্গে পেয়েছিল সবাই। যশকে দেখা যায়নি নায়িকার পাশে। নায়ক এখন মন দিয়ে মুম্বাইয়ে কাজ করছেন। তার নতুন সিনেমা ‘ইঁয়ারিয়া ২’-এর প্রচারের জন্য বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন নায়ক। ফলে নুসরাতের সেই গুরুত্বপূর্ণ দিনে পাশে দেখা যায়নি অভিনেতাকে। তারপর ছেলেকে নিয়েও একাই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ফলে প্রশ্নের শেষ ছিল না। টালিপাড়ায় প্রশ্ন উঠেছিল নুসরাত এবং যশের মধ্যে সম্পর্ক ঠিক আছে তো?

সবাই যেটা ভাবছেন সেটা যে ভুল, তা বোঝা গেল নুসরাতের নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে। নায়িকার স্টোরিতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকার, দূর থেকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়া। চারিদিক আলোয় আলোকিত। এমনই একটি ছবি পোস্ট করে নুসরাত লেখেন- “ডেট নাইট।’ সঙ্গে সেই ছবিতে আবার যশকে সম্বোধনও করেছেন অভিনেত্রী। মুম্বাইয়ে প্রচারে যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারের জন্য ঠিকি সময় বের করেন নায়ক। তেমনই একসঙ্গে সোমবার রাতে বিশেষ নৈশভোজে গিয়েছিলেন। তবে তেমন কোনো ছবি যদিও প্রকাশ্যে আসেনি।