আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে স্বর্ণের দোকানগুলোতে। ঘোষণা দেওয়া হয়েছে, হেলমেট বা মাস্ক পরে দোকানে ঢুকতে পারবেন না। এমন নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে কলকাতার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, বৈঠকে দোকানের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হবে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুলিশের দেওয়া নির্দেশনায় বলা হয়, দোকানে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেগুলিতে কড়া নজর রাখার ব্যবস্থা করতে হবে। এরপর ব্যক্তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পারবেন। সিসিটিভি ফুটেজ ক্লাউড স্টোরেজ বা লুকানো স্থানে সংরক্ষণ করা উচিত। যাতে ডিজিটাল ভিডিও রেকর্ডার নষ্ট হয়ে গেলেও ফুটেজ পাওয়া যায়। সারাদিন সিসিটিভি ক্যামেরা চালু রাখতে হবে।
আরও বলা হয়, উৎসব বা অন্য কোনো সময়ে দোকান একদিনের বেশি বন্ধ থাকলে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। দোকানে বৈধ অস্ত্র লাইসেন্সধারী গার্ড মোতায়েন করতে হবে। সমস্ত জুয়েলারি দোকানে একটি দ্বি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। গেটের ভেতরে থাকবে সশস্ত্র প্রহরী। আর বাইরে আরেকজন গার্ড থাকবে, যারা দোকানে নজর রাখবে যাতে অস্ত্র নিয়ে কেউ ঢুকতে না পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।