ঢাকা-১৮ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জনাব আকতার হোসেন, জনাব আলী আকবর আলী, জনাব আব্দুস সালাম সরকার, জনাব রফিকুল ইসলাম খান, মো: জামির হোসেন, এসআই টুটুলসহ ঢাকা-১৮ আসনের অন্তর্গত সকল থানার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খালেদা জিয়ার সুস্থতায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে বিশেষ দোয়ার আয়োজন
দোয়া মাহফিলে স্থানীয় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং উপস্থিত সর্বসাধারণ দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



