বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : পোকো সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা Poco X6 সিরিজের সাথে Poco M6 Pro 4G আগামী ১১ জানুয়ারি ভারতে লঞ্চ করবে৷ এই স্মার্টফোগুলির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর, এবার Poco X6 সিরিজ এবং Poco M6 Pro 4G-তে ব্যবহৃত চিপসেটগুলির নামও শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি নিশ্চিত করেছে।
পোকো আগামী ১১ জানুয়ারি ভারতে তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করতে চলেছে, এগুলি হল পোকো এক্স৬ ৫জি, পোকো এক্স৬ প্রো ৫জি এবং পোকো এম৬ প্রো ৪জি। লঞ্চের তারিখটি গতকালই একটি টিজার পোস্টারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখন আসন্ন ফোনলির চিপসেটের নাম প্রকাশ করেছে পোকো। নতুন পোস্টারে কোম্পানি নিশ্চিত করেছে যে পোকো এক্স৬ প্রো ৫জি মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর রয়েছে।
জানিয়ে রাখি, এই মিডিয়াটেক প্রসেসরটিকে স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর সমতুল্য বলা হয়, যা কোয়ালকমের ২০২৩ সালের ফ্ল্যাগশিপ প্রসেসর। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, পোকো এক্স৬ প্রো-এ সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে। অন্যদিকে, পোকো এক্স৬ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। আর প্রো ভ্যারিয়েন্টের মতোই, এটির টপ এন্ড মডেলেও ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে।
সবশেষে, Poco M6 Pro 4G ফোনটি MediaTek Dimensity G99 প্রসেসর সহ আসবে, যা ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, ব্র্যান্ডটি ইতিমধ্যেই ভারতীয় বাজারে 5G যুক্ত Poco M6 এবং Poco M6 Pro লঞ্চ করেছে৷ আগামী সপ্তাহের লঞ্চ ইভেন্টে Poco X6 সিরিজ এবং Poco M6 Pro 4G-এর অন্যান্য স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।