স্পটিফাই ও গুগল একত্রে স্পিচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নতুন মডেল উদ্ভাবন করেছে। এর ফলে ভয়েস কমান্ড এ নতুন ফিচার যুক্ত হয়েছে ও আরও সমৃদ্ধ হয়েছে। এর ফলে Speech AI আরো নির্ভুলভাবে কাস্টোমারদের সেবা দিতে পারবে।
মোবাইল অ্যাপ হিসবে এটি রিলিজ করা হচ্ছে। গাড়িতেও এ ফিচার ব্যবহার করার সুযোগ আছে। মানব এর সাথে কম্পিউটারের যোগাযোগ এর ধরণ এখন অনেক বদলে গেছে। এখন ভয়েস সার্চ ফিচার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কাজেই টেক জায়ান্টরা Speech AI কে সিরিয়াসলি নিয়ে কাজ করছে ও ব্যাপক উন্নতির চেষ্টা চালাচ্ছে।
গুগল ও স্পটিফাই এর কল্যাণে ভয়েস ফিচার আরও নির্ভরযোগ্য ও সঠিক। এর ফলে স্মার্ট ডিফাইস ও হ্যান্ডসেটে Speech AI এর মাধ্যমে মানুষের যোগাযোগের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। Voice Assistance এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। গাড়িতে হ্যান্ড-ফ্রি ড্রাইভিং এর সুযোগ দিবে এই ফিচার।
ভিডিও মিটিং, রেকর্ড করা ভিডিওতে সাবিটাইটেল যোগ করা, ভাষা পরিবর্তন করা এসব ফিচারও এখন হাতের মুঠোয়। এক গবেষণায় দেখা যায় প্রত্যেক মাসে ১ বিলিয়ন মিনিট Speech AI এর মাধ্যমে ব্যয় হয়। নতুন মডেলে মেশিন লার্নিং টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। এর ফলে আগের মডেলের তুলনায় বর্তমান মডেলে ফলাফল বেশ ভালো।
কোয়ালিটি ও পারফরম্যান্সের বিকাশে বেশি মনযোগ দেওয়া হয়েছে। ভয়েস টেকনোলজির বিকাশ হওয়ার কারণে খুব সহজে ও দ্রুত কমান্ড দেওয়া যায়। কাস্টোমার যেনো আরও লম্বা সময় ধরে কথা বলতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে। আর ২ জন বন্ধু যেমন পরস্পরের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে ঠিক তেমনি ব্যবহারকারীদের সঙ্গে AI এর সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করেছে টেক জায়ান্ট। Voice Recognition system নিয়ে বিস্তর গবেষণা চলছে। ভবিষ্যৎ এ এ আরও উন্নত সংস্করণ আসবে এ নিয়ে সন্দেহ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।