অন্যরকম খবর ডেস্ক : সুপারপাওয়ার পেতে কে না চায়। কিন্তু সিনেমার পর্দা কিংবা বইয়ের পাতার সেই মহাশক্তিধর কী আর হওয়া যায়! তবে শিশুরা তো আর এতো কিছু জানে না। সুপার পাওয়ার পেতে অদ্ভুত সব কাণ্ডকারখানা করে।
সংবাদমাধ্যম লেডবাইবেল ডটকম বলছে, তেমনই এক কাণ্ড করেছে বলিভিয়ার ৮ বছর বয়সী বালক। স্পাইডারম্যানের ভক্ত সে। সত্যিকারের স্পাইডারম্যান হতে চায়। তবে সিনেমার চরিত্র পিটার পার্কার স্পাইডারম্যান হয়েছিলেন মাকড়সার কামড় খেয়ে। এ কারণে সেও মাকড়সার কামড় খাওয়ার সুযোগ খুঁজতে থাকে।
একদিন সেই সুযোগ আসে। নদীর ধারে খেলার সময় একটি ব্ল্যাক উইডো মাকড়সা দেখতে পায় সে। সেটি ডান হাতে নিয়ে ছেড়ে দেয় বাম হাতের ওপরে। কিন্তু এরপর সামনে যে কী ভয়াবহতা অপেক্ষা করছে, ছেলেটি তা ভাবতেও পারেনি।
হাতে কামড় বসিয়ে দেয় মাকড়সাটি। আর স্পাইডারম্যান হওয়ার আশায় খুশি মনে বাড়ি ফিরে যায় সে। মনে মনে ভাবতে থাকে, ধীরে ধীরে ক্ষমতা আসবে। কিন্তু বাড়ি ফেরার পরই ব্যথা শুরু হয়। ব্ল্যাক উইডো মাকড়সার বিষ ছড়িয়ে যেতে থাকে সারা দেহে।
ছেলেটিকে দ্রুত হাসপাতালে নেন বাবা-মা। সেখানে দেওয়া হয় প্রতিষেধক। ভাগ্যক্রমে বেঁচে যায় সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।