আন্তর্জাতিক ডেস্ক : দুই জনের অপরাধ তারা ই-কমার্স কোম্পানি ‘ইবে’র সমালোচনা করেছিলেন। আর সেই অভিযোগ আদালতে প্রমাণ হওয়ার পর আদালত ইবেকে জরিমানা করেছে ৩০ লাখ ডলার।
এ মামলায় আদালতের নথি বলছে, কোম্পানিটির কয়েকজন মুখপাত্র ইনা ও ডেভিড স্টাইনার নামের এক ব্লগার দম্পত্তিকে জ্যান্ত মাকড়সা এবং তেলাপোকা পাঠিয়েছিলেন।
এই দম্পতি এমন একটি নিউজলেটার তৈরি করেছিলেন যেটি ইবে’র লোকজন একেবারেই পছন্দ করেনি। আর সে কারণেই তাদের টার্গেট করা হয়েছিল। — বলেছেন বাদী পক্ষের উকিলরা।
এর মাধ্যমে এই দম্পত্তিকে ‘শারীরিক ও মানসিকভাবে’ ভয় দেখানো হয়েছে বলে উল্লেখ ছিল মামলার অভিযোগে।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্কিন অ্যাটর্নি অফিস বলেছে, ‘ইবে’র নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বে থাকা প্রাক্তন সিনিয়র পরিচালক জিম বগ এই দম্পতিকে টার্গেট করেছিলেন, কারণ তারা ‘ইকমার্সবাইটস’ নামে একটি নিউজলেটার তৈরি করছিলেন।
জিম বগসহ কোম্পানির ছয় সহযোগী স্টাইনার দম্পত্তিকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড ঘটিয়েছেন। — বলা হয় আদালতের নথিপত্রে।
আর এই ভয় দেখানোর মধ্যে আছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নাটিক এলাকায় স্টাইনারের বাড়িতে জ্যান্ত পোকামাকড়, শূকরের ভ্রূণ এবং মৃত সৎকারের বইপত্র পাঠানো।
মামলার অভিযোগে আরও বলা হয়, জিম বগ ও তার সহযোগীরা এই দম্পতির গাড়িতে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইসও স্থাপন করেছিলেন। এমনকি তাদের বাড়িতে যৌনাচারের আমন্ত্রণ জানিয়ে ‘ক্রেইগসলিস্ট’ সাইটে একটি পোস্টও তৈরি করেছিলেন।
উল্লেখ্য, ক্রেইগসলিস্ট আমেরিকার বেসরকারি সাইট যেটিতে নানাধরনের বিজ্ঞাপন পোস্ট করা যায়।
এর পরপরই কোম্পনিটি এ ঘটনার সঙ্গে জড়িত কর্মীদের বরখাস্ত করে।
২০২১ সালে কোম্পানির কর্মকর্তা ফিলিপ কুককে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং এর পরের বছর জিম বগকে প্রায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি যশ লেভি বলেন, “ইবে একেবারে ভয়ঙ্কর ও অপরাধমূলক আচরণে জড়িত ছিল।”
“এই ঘটনার সঙ্গে জড়িত কোম্পানির কর্মী ও ঠিকাদাররা এক ভয়ঙ্কর প্রচারণা চালিয়েছেন যার মাধ্যমে ‘ইবে’ ব্র্যান্ডকে রক্ষা করার জন্য তারা প্রতিবেদকের কণ্ঠরোধ করতে চেয়েছেন এবং এর অংশ হিসাবে তারা এই দম্পত্তিকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।