Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে পরিবেশ দূষণ নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। পরিবেশ সুরক্ষায় নানা দেশ বিভিন্ন উদ্যোগ নিলেও তেমন ফলপ্রসূ হচ্ছে না। তবে এরইমধ্যে নাইজেরিয়ায় দেখা গেলো এক পরিবেশকর্মীর ব্যতিক্রম কার্যক্রম। পরিবেশ দূষণ রোধ করতে স্পাইডারম্যান সেজে কাজ করছেন তিনি।
সিনেমার সুপার হিরো চরিত্র স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তায় আবর্জনা পরিষ্কার করা পরিবেশকর্মীর নাম জোনাথন ওলানলোকুন। পরিবেশ সুরক্ষায় ২০০৪ সাল থেকে কাজ করা জোনাথন নাইজেরিয়ার ওসুনে ওসোগবো শহরে একজন সুপার হিরো হিসেবে পরিচিত।
তিনি বলেন, অনেক স্থানীয় জনপ্রতিনিধি বর্জ্য ব্যবস্থাপনায় সংগ্রাম করে গেলেও তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজটি গুরুত্বের সাথে করার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।