জুমবাংলা ডেস্ক : মেট্রোরেলের ভেতরে যাত্রীদের কর্মকাণ্ড দেখে অনেকেই বিব্রত ও বাকরুদ্ধ হচ্ছেন। সম্প্রতি মেট্রোরেলের ভেতরে একজন যাত্রীর থুতু ফেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। যাত্রীদের অনেকেই বলছেন, এমআরটি পুলিশ দিয়ে এদের ধরিয়ে দিন। একজন লিখেছেন, ওর থুতু ওরে দিয়েই চাটানো দরকার ছিল। আরেকজন লিখেছেন, এদের জন্য লোকাল বাসই ঠিক আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে একটি ছবি শেয়ার করে আফনান আহমেদ নামের এক যাত্রী লিখেছেন, ‘কি বলবো আমরা কোন মানসিকতার জানি না। আল্লাহ আমাদের মাটি দিয়ে বানাইছে ভেতরে তো বিবেক আবেগ ভালো মন্দ সবই বোঝার ক্ষমতা দিয়েছে। তাহলে আমরা এমন কেন?’
আফনান আরও লিখেছেন, ‘ছেলেটা মেট্রোরেলের তার সিটে বসে আছে হঠাৎ তারপাশেই থুতু ফেলেছে। একজন ব্যক্তি প্রতিবাদ করলেন কিন্তু ছেলেটি তার সাথে তর্ক শুরু করে দিয়েছে। এরপর আমি তাকে ঠাণ্ডা মাথায় কিছু ওয়াশিং দেওয়ার পর সে পুরা অফ। সত্যি ঢাকায় চলাফেরার পথে কিছু সময় মানুষের কিছু কাজ দেখে সবসময় বাকরুদ্ধ হতে হয়।’
সেখানে আহমেদ রাফি কমেন্ট করেছেন, ‘এরা বস্তি থেকে এসেছে। এই জন্য ন্যূনতম ভদ্রতাও শিখে আসে নাই।’ মাহফুজুর রহমান শোভন লিখেছেন, ‘এমআরটি পুলিশ দিয়ে ধরিয়ে দেন।’
মাহমুদ হাসান লিখেছেন, ‘এই ধরনের লোকদের হালকা উত্তমমধ্যম দিয়ে নামায় দিবেন। এরা মেট্রোতে উঠার যোগ্য না। এদের জন্য লোকাল বাসই ঠিক আছে।’
তানজিল সিরাজ অনঘ লিখেছেন, ‘ওর থুথু ওরে দিয়েই চাটানো দরকার ছিল। এই টাইপ লোকের চেহারা না হাইড করে কনফেজ করে দিতে পারতেন। এদের ফেইস সবাই চিনে রাখত।’
আজিজুল হক তনয় লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ ভাই। প্রতিবাদ করার জন্য। আমরা চুপ থাকি বলেই এইসব বস্তিরা মাথা চাড়া দিয়ে বসে। মাঝে মাঝে মনে হয় বাই*ড়াই বাই*ড়াই এই বস্তি*গুলার মুখের চাপা-চুপা ফা*ডাই ফেলি।’
শান্ত ইসলাম লিখেছেন, ‘একজন দুজন না। যারা সামনে এমন পাবেন পারলে চারপাশে যারা থাকবেন সবাই ধরে ওরে দিয়ে আগে ময়লা পরিষ্কার করাবেন। ইচ্ছা মতো দিবেন এবং ভিডিও করে সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন। যদি এতে আর বাকি দুচারটা রামছাগলের শিক্ষা হয়।মুখে স্টিকার কেন দিয়েছেন? স্টিকার ছাড়া পিক দিবেন যাতে অন্য গ্রুপেও ওর ছবি শেয়ার করা যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।