বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা তাদের জনপ্রিয় স্কুটার এরক্স ১৫৫ মডেল মটোজিপি এডিশনে এনেছে।
ভারতে রেসিং এডিশনের এই স্কুটার বিক্রি শুরু করেছে ইয়ামাহা। দাম ১ লাখ ৪৮ হাজার রুপি।
নতুন এডিশনগুলোতে সাধারণত মেকানিক্যালি কিছু পরিবর্তন করে না ইয়ামাহা। যা বদল হয়েছে তা হলো স্কুটারের ডিজাইন এবং লুকে। ইয়ামাহার স্কুটার হোক অথবা মোটরসাইকেল প্রত্যেক দুই চাকাতেই নান্দনিক লুক দিয়ে থাকে ইয়ামাহা। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
ইয়ামাহা জানিয়েছে, নতুন স্কুটারে ক্লাস ডি হেডল্যাম্প দেওয়া হয়েছে যা আগের থেকে অনেক ভালো দৃশ্যমান্যতা অফার করবে বলে দাবি ইয়ামাহার। বিশেষ করে রাত্রিবেলা স্কুটি চালানো সময় লাইটের জোরালো আলো পথ দুর্ঘটনা থেকে রক্ষা করবে এবং আগন্তুক গাড়িগুলোকেও সাবধান করবে।
এই স্কুটার বাজারে পাওয়া যাবে চারটি রঙে। এগুলো হলো- মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রে ভার্মিলিয় এবং সিলভার। নতুন রঙ ও ডিজাইন ছাড়াও স্কুটারে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল।
ইঞ্জিনের ক্ষেত্রে এতে পাবেন ১৫৫ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। সঙ্গে আছে সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন। যা সর্বোচ্চ ১৪.৭৯ হর্সপাওয়ার এবং ১৩.৯ নিউটন মিটার টর্ক জেনারেটর করতে পারে।
এই ইঞ্জিন ই২০ ফুয়েল এবং ওবিডি সাপোর্টেড বলেও জানা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।