জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর স্কয়ার ফার্মাসিউটিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে মির্জাপুর ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কয়ার ফার্মাসিউটিলের এলবিপি ইউনিটে আগুনের সূত্রপাত।
পরে আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর মির্জাপুর ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে।
চাকরিচ্যুত শ্রমিকদের ৪০০ কোটি টাকা দিলেন ড. ইউনূস, প্রত্যাহার মামলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।