বিনোদন ডেস্ক:নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আগ্রহ থাকে দর্শকদের। আসলে দর্শকরা তাদের প্রিয় স্টারেদের লাইফস্টাইল, হাঁটা চলা সবেতেই বিশেষ মুগ্ধ হন। তবে টলিউড (Tollywood) কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে মানুষের উচ্ছাস অতিরিক্ত বেশি। তার মতো রহস্যে ভরা বঙ্গললনা খুব কমই রয়েছেন। কিন্তু সিনেমার গল্প যেমন, তেমনই তার বাস্তব জীবনও প্রেম, বিচ্ছেদ এবং বিবাদে ঠাসা। কিন্তু এবার যা হলো তা ছড়িয়ে গেল সমস্ত কিছুই।
আসলে বিগত কয়েকদিন ধরে লন্ডনে রয়েছেন শ্রাবন্তী। আর সেখানে একের পর এক পোস্ট আসছিল এই গ্ল্যামার কুইন এর থেকে। প্রত্যেকটি ছবিতে তার লাস্যময়ী হাসি বঙ্গ সিনেপ্রেমিকদের বুকে আবেগের ঝড় তুলছিল। কিন্তু তারই মধ্যে একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে চলেছে তুমুল হইচই। কিন্তু হয়েছে টা কি?

জানা গেছে লন্ডনে এক কৃষ্ণাঙ্গ মডেল ইদ্রিস ভার্গোর সাথে ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তবে ইদ্রিস শুধু মডেলই নন, তিনি একজন পেশাদার বক্সারও বটে। শ্রাবন্তীর সাথে ছবি পোস্ট করে তিনি লেখেন যে, ‘আমার প্রথম বলিউড প্রোজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে’। আর ব্যাস তুমুল হইচই পড়ে যায় ওই পোস্ট ঘিরে।
যদিও কিছুজন তার ভুল ধরিয়ে বলে যে, আসলে এটা বলিউড নয় টলিউড হবে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও ইদ্রিস আর শ্রাবন্তীকে নিয়ে অনেকেই যৌন ইঙ্গিতমুলক নোংরা মন্তব্যও করতে থাকেন। এমনকি কিছুদিন আগে তার ভেঙে যাওয়া বিয়ে নিয়েও কুরুচিকর এবং অবাঞ্চনীয় কথা বলতে থাকেন। রীতিমত নোংরা সেই কথাবার্তা দেখে হতাশ নেট নাগরিকরা। তাদের মতে এই একবিংশ শতকেও এই সমস্ত নোংরা আক্রমন বন্ধ হয়নি এখনো।
নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



