ছোট্ট খোলামেলা পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী, নতুন লুক তুমুল ভাইরাল

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর তাইল্যান্ড ডায়েরি থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর প্রত্যেকটা লুকই প্রশংসা করার মতো। এক কথায় অসাধারণ। সম্প্রতি সাদা স্ট্রাইপ ড্রেসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবি শেয়ার করেছেন। আর সেই লুকে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। নিজের টোনড পা ফ্লন্ট করার সুযোগ ছাড়েননি অভিনেত্রী।

শ্রাবন্তী

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তাইল্যান্ডে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে এক একটি লুকের ছবি দেখার মতো! যাঁরা সম্প্রতিই কোথাও ঘুরতে যাবেন, তাঁরা শ্রাবন্তীর থেকে এই ট্রাভেল আউটফিটের আইডিয়া নিতে পারেন। ঠিক এতটাই চমৎকার দেখাচ্ছে শ্রাবন্তীকে। আমরা তো তাঁর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। আসলে তিনি যেভাবে একটি ফ্যাশন গোলস তৈরি করেছেন, তা প্রশংসা করারই মতো। ইজি বিজি আউটফিটেও যে কীভাবে তাক লাগানো যায়, তা প্রমাণ করে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

একটি হরাইজন্টাল স্ট্রাইপের ড্রেস পরে ফ্যাশন গোলস সেট করেছেন। ব়্যাপ ডিটেলিং যুক্ত এই ড্রেসে শ্রাবন্তীকে ভীষণ ভীষণ সুন্দর দেখাচ্ছে! আপনি কি তাঁর নতুন ছবি দেখেছেন? নাহলে দেখে নিন এখনই। মিস করবেন না।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি হরাইজন্টাল স্ট্রাইপের ড্রেস পরেছেন। সাদা-নীল স্ট্রাইপের এই ড্রেসে চমৎকার দেখাচ্ছে তাঁকে। আসলে ঘুরতে গেলে কম্ফোর্টেবল ড্রেসই বেছে নেওয়া উচিত সব সময়। কিন্তু তার সঙ্গে স্টাইলিং কম্প্রোমাইজ হোক, এটাও যেন না হয়। শ্রাবন্তীর এই ড্রেসটি তার আদর্শ উদাহরণ। দেখুন তো একবার তাঁর দিকে তাকিয়ে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক নি লেন্থের কম্ফোর্টেবল আউটফিট পরেছেন। আর এই আউটফিটে খুব খুব ভালো দেখাচ্ছে অভিনেত্রীকে। চলুন দেখে নেওয়া যাক তাঁর এই লুকের এক একটি ছবি। সঙ্গে তাঁর স্টাইলিং নিয়েও আলোচনা করব আমরা।

শ্রাবন্তীর এই ড্রেসটি সত্যিই বেশ সুন্দর। ঘুরতে গেলে সারাদিন এরকম একটা আউটফিটে সাজিয়ে নিতে পারেন নিজেকে। এই ধরনের আউটফিটে বেশ কম্ফোর্টেবল থাকতে পারেন আপনি। ঠিক যেরকম শ্রাবন্তী রয়েছেন। দেখুন, তাঁর স্টাইলিংয়ের সঙ্গেও কম্প্রোমাইজ করতে হয়নি। কিন্তু, তাঁকে দেখতেও দারুণ লাগছে। এই আউটফিটটি নি-লেন্থের। যাঁরা খুব ছোট ঝুলের পোশাক পরতে পারেন না, তাঁরা এই ঝুলের ড্রেস ক্যারি করতেই পারেন সহজে। নি-লেন্থের এই ড্রেসে নিজের টোনড পা ফ্লন্ট করতে ভোলেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভালো দেখাচ্ছে তাঁকে।

এই ড্রেসে আছে ব়্যাপ ডিটেলিং। ডিপ ভি নেকলাইনের এই ব়্যাপ ডিটেলিং যুক্ত ড্রেসটি বেশ সুন্দর। যা দেখে মন ভরে যেতে পারে আপনার। সামনের দিকেই রয়েছে এই ব়্যাপ ডিটেলিং। সেখানে টাই আপ ডিটেলিংও যোগ করা হয়েছে। ব্যাক ডিটেলিংয়ে সেরকম কোনও বিশেষ কারুকার্য নেই। সাধারণ অথচ সুন্দর ড্রেসটি। যার স্লিভটিও বেশ আকর্ষণীয়। থ্রি কোয়ার্টার স্লিভটি ফিট নয়। বরং আলগাই রাখা হয়েছে। যা এই লুকে যোগ করেছে একটি ইজি বিজি টাচ।

আউটফিটের সঙ্গে সুন্দর অ্যাকসেসরিজও ক্যারি করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ড্রেসের সঙ্গে কালো কাচের সানগ্লাস পরেছেন। চুল খোলাই রেখেছেন অভিনেত্রী। পায়ে রয়েছে মানানসই জুতোও। এর সঙ্গে বাঁ হাতে ঘড়ি পরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর ডান হাতে রয়েছে ব্রেসলেট। সব মিলিয়ে এই লুকটি যেমন সুন্দর, ঠিক ততটাই সাধারণ! ঘুরতে গেলে এই ধরনের লুকই ক্যারি করা যেতে পারে। যা পরে আপনি কম্ফোর্টেবল ফিল করবেন। যাই হোক, শ্রাবন্তী নিজের ঠোঁটকে হাইলাইট করেছেন এই সাদা আউটফিটের সঙ্গে। তাঁর ব্লাশড চিক দেখে সবার মন ভালো হয়ে যেতে পারে। ঠোঁটে সব সময়ই রয়েছে মিষ্টি হাসি। যা দেখে মন ভরে যাচ্ছে সবার।

আপনিও এরকম স্টাইলিং করতে পারেন ঘুরতে গিয়ে। তার জন্য এমনই একটি হালকা ঢিলে ঢালা পোশাক বেছে নিতে পারেন। অ্যাকসেসরিজের ক্ষেত্রেও নজর দিন। সঙ্গে মেকআপেও ধরে রাখুন নিউট্রাল টোন। দেখতে ভালো লাগবে আপনাকেও।

আইফোন বাজারে বড় ধাক্কা, যে দেশে বিক্রি নিষিদ্ধ

তবে এই লুকের পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আরও একটি লুক ছিল দেখার মতো। যখন মনোকিনিতে নিজের ছবি শেয়ার করেছিলেন তিনি। ডিপ প্লাঙ্গিং নেকলাইনের এই মনোকিনিতে অসাধারণ দেখাচ্ছিল শ্রাবন্তীকে। আমরা তো তাঁর প্রত্যেকটি আউটফিটের প্রশংসা করছি। আর আপনি?