বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বর্তমান বাংলা চলচিত্রের এক পরিচিত নাম। শ্রাবন্তী যত না সিনেমা করে নাম করেছে তার থেকে বেশী তিনি চর্চায় এসেছেন তাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সির জন্যে। তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি খুব সাবলীল এবং দক্ষ অভিনেত্রী। মূলত বানিজ্যিক ছবি দিয়েই তার কেরিয়ার শুরু।কিন্তু পরবর্তীকালে তিনি অনিরুদ্ধ রায় চৌধুরী এবং অপর্ণা সেনের ছবিতেও সাপোর্টিং অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।
চলচ্চিত্র জীবন
১৯৯৭ সালে মায়ার বাঁধন ছবিতে তার আত্মপ্রকাশ। কিন্তু এর প্রায় ৬ বছর পর ২০০৩ সালে তিনি চ্যাম্পিয়ন ছবিতে জিতের বিপরীতে অভিনয় করে সাধারণ দর্শকের মনে পরিচিতি পান। চ্যাম্পিয়ন ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সাথে তিনি প্রেম করে বিবাহ করেন এবং খুব শীঘ্র মা হয়ে যাওয়ায় সিনেমা জগত থেকে বিরতি নিতে বাধ্য হন।
এর পাঁচ বছর পর ২০০৮ সালে ভালোবাসা ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি কামব্যাক করেন। এবং এই সময় থেকে তার কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরে উঠতে শুরু করে। জিত, দেব এবং সোহমের সাথে জুটি বেঁধে তিনি বেশ কিছু জমজমাট হিট ছবি দর্শককে উপহার দেন।
তার অভিনয়ে সারল্য আপামর জনগণকে আকর্ষিত করে। তিনি যখন খ্যাতির উর্দ্ধগগনে এবং বানিজ্যিক ছবিতে আশানুরূপভাবে সাফল্য লাভ করছেন সেই সময় অপর্ণা সেনের ছবিতে এক অল্পবয়সী বিধবার চরিত্রে অভিনয় করে অন্য ছবির দর্শকদের মনেও জায়গা করে নেন।
ব্যক্তিজীবন
২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে প্রেম করে বিয়ে করেন। এরপর তিনি কিছু সময়ের জন্যে সিনেমা জগত থেকে বিরতি নেন এবং সন্তানকে মানুষ করতে ব্যস্ত হয়ে পড়েন। পাঁচ বছর পর সিনেমায় ফিরে এসে তিনি যখন ক্রমশ খ্যাতির চুড়ায় উঠছেন সেই সময় স্বামী রাজীব বিশ্বাসের সাথে তার ১১ বছরের সম্পর্কের অবনতি হয় এবং তাদের ডিভোর্স হয়।
এর কিছু বছর পর তিনি মডেল কৃষণ ভিরাজ-এর সাথে ২০১৭ সালে জানুয়ারীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত আগস্ট মাসে হঠাৎ শোনা গিয়েছিল, শ্রাবন্তী আবার ডিভোর্স দিতে চলেছেন তার বর্তমান স্বামীকে। একথা কতটা সত্য সেটা জানা নেই, এবং এই মুহুর্তে তিনি বিবাহিত না সিঙ্গেল সেটাও সঠিক ভাবে প্রকাশ্য নয়।
কিছুদিন আগে সোশ্যাল সাইটে তিনি তার ছেলের সাথে এমন কিছু পোজে ছবি তুলে সেটি আপলোড করেন যে সকল বাঙ্গালীর সেটা দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই নিয়ে তাকে সোশ্যাল সাইটে বহু কটু কথাও শুনতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।