বিনোদন ডেস্ক : নীল রঙা ঢাকাই জামদানি পরে সাবেক সাজে শিবরাত্রি পালন করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শিবলিঙ্গে জল ঢেলে ভক্তিনিষ্ঠা সহযোগে পুজো করেছেন। সেই জন্য অবশ্য চরম কটাক্ষের শিকার হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা মেরে অনেকেই লিখেছেন, শিবরাত্রি পালন করে কোনও লাভ নেই। তবে এই সবকিছুর মাঝেই ভালোবাসার মানুষের সন্ধান পেলেন বড় পর্দার দেবী চৌধুরানি ওরফে শ্রাবন্তী।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সাদা রঙের পৃথিবী। অন্যদিকে পরবর্তী ছবি দেবী চৌধুরানির শ্যুটিংও করছেন। এছাড়াও জানুয়ারিতে শেষ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আমার বস ছবির শ্যুটিং। কেরিয়ারের একেবারে মধ্যগগনে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবুও কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ে না।
শিবরাত্রির দিন মহাদেবের পুজো করেন শ্রাবন্তী। সেই ভিডিও শেয়ার করতেই ট্রোলের শিকার হন। ব্যক্তিগতজীবন নিয়ে খোঁচা মারেন নেট নাগরিকরা। এর মাঝেই মনের মানুষ পেয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই টলি ক্যুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন সেই কথা স্বীকার করে নিলেন।
অকপটে লেখেন, ‘প্রেমে পড়েই গেলাম’। কে এই বিশেষ মানুষ?সাদা-কালো ক্যানভাসে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শাড়ি পরে সাবেক সাজে কাজল কালো চোখ, কপালে বড় সাইজের টিপ আর মুখের মিষ্টি হাসি শ্রাবন্তীর গ্ল্যামারকে আরও একটু তোল্লাই দিয়েছে বই কী। সেই ছবি পোস্ট করেই প্রেমের প্রস্তাব পেলেন অভিনেত্রী। শ্রাবন্তীকে যিনি প্রেম নিবেদন করেছেবন তিনি নান আদার দ্যান অভিনেত্রী ব্যক্তিগত ম্যানেজার অদিতি বোস। হ্যাঁ, শ্রাবন্তীর ছবি দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি লিখেই ফেললেন, ‘প্রেমে পড়েই গেলাম’।
শ্রাবন্তীর এই লেটেস্ট ছবিতে নেটিজেনরাও তাঁর প্রশংসা করেছেন। শ্রাবন্তীর এক ভক্ত আবদার করে লিখেছেন, ‘হালকা রোগা চেহারা টাই বেশি ভাল লাগে। একটু ফিটনেস ধরে রাখতে পারলেই হবে। দেব বা জিতের সঙ্গে একটা প্রেমের ছবি করলে আগামি দু-তিন বছরের জন্য অক্সিজেন পেতাম’। প্রসঙ্গত, অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে শিবরাত্রি পালনের একটি ভিডিও পোস্ট করেছিলেন। নীল রঙের ঢাকাই জামদানি পরে আঁচল জড়িয়ে আর পাঁচজন সাধারণ মহিলার মতোই তিনিও মহাদেবের পুজো করেন। শ্রাবন্তীর সেই নিষ্ঠাকেও হাসির খোরাক বানিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।
কেউ খোঁচা মেরে লিখেছেন, ‘আবার বিয়ে করবেন’? কেউ আবার বলেছেন, ‘বিয়ের পর তো বরই থাকছে না, কেন শিবরাত্রি পালন করছেন’? ‘চতুর্থবার বিয়ে করবেন’? এমন মন্তব্যও করেছেন নেট নাগরিকরা। উল্লেখ্য, কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন পার্টিতে গিয়েও নিন্দুকের সামলোচনার শিকার হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাঞ্চনের পাশে দাঁড়িয়ে ছবি তুললেই বিয়েতে হ্যাটট্রিক বলে খোঁচাও দিয়েছেন সাধারণ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।