বিনোদন ডেস্ক : সম্প্রতি কালো রঙের সিকুইন শাড়িতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অসাধারণ দেখতে লাগছিল শ্রাবন্তীকে। কালো সিকুইন শাড়ির সঙ্গে ছোট্ট ডিপনেক ব্লাউজও পরেছিলেন তিনি।
কেন এত হইচই পড়ে গিয়েছে তাঁর লুক নিয়ে? ঠিক কী কারণে এতটা জনপ্রিয় তাঁর এই লুক, তা কি জানেন? চলুন দেখে নিই, কেমন সাজলেন শ্রাবন্তী! সঙ্গে নোট করুন তাঁর এই স্টাইলিংয়ের খুঁটিনাটি। কারণ আপনিও একইরকমভাবে সাজতে পারেন।
একের পর এক ধামাকা করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । কারণ, তাঁর অভিনয়ের জন্য যেমন তিনি সবার কাছে প্রশংসা পানই, আবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতুহলের শেষ নেই। একের পর এক খবরে মানুষের আগ্রহে বাড়ে বই কমে না। আর সেটাই স্বাভাবিক।
কারণ তাঁর মতো এত অপরূপ সুন্দরী কার প্রেমে পড়লেন বা কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন, তা নিয়ে মানুষের আগ্রহ থাকাই স্বাভাবিক। যাই হোক, আমাদের সেদিকে আগ্রহ নেই। কিন্তু প্রথমেই যে বলেছিলাম, একের পর এক ধামাকা করছেন তিনি। কী সেই ধামাকা?
কারণ নিজের ইনস্টাগ্রাম টাইমলাইনে ফটোশ্যুটের ছবি শেয়ার করছেন তিনি। সুন্দর কালো জমকালো শাড়িতে(Black Sequin Saree) যখন তিনি নিজের ছবি শেয়ার করেন, তখন সত্যিই তাঁর দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায়ই থাকে না। এতটাই অপূর্ব দেখতে লাগে তাঁকে। আসুন দেখে নেওয়া যাক, কেমন সেজেছিলেন শ্রাবন্তী? তাঁর লুক নিয়ে কেন এত হইচই পড়ে গিয়েছে সবার মধ্য়ে!
‘উফফ!’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লুক দেখে এই কথাই প্রথমে বলতে হয়। আর সেই কথা স্বীকার করে নিতে আমাদের কোনও অসুবিধা নেই। সুন্দরকে তো সুন্দর বলতেই হবে। নাহলে তা অবিচার করা হয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম টাইমলাইনে কালো রঙের জমকালো ট্রান্সপারেন্ট শাড়ি পরে ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।
এই লুকটি এতটাই হট যে, একবার দেখলে বার বার দেখতে ইচ্ছে করবেই। সম্পূর্ণ কালো মনোটোনে মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী। তাঁর এই লুকটি এতটাই দারুণ যে, সবার মধ্যে হইচই পড়ে গিয়েছে। আমরা চোখ ফেরাতে পারছি না।
শ্রাবন্তী একটি কালো রঙের ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকের শাড়ি পরেছেন। শাড়িটি এতটাই পাতলা যে, তার ট্রান্সপারেন্ট ফিচার খুব ভালোই বোঝা যাচ্ছে। সাধারণভাবেই ড্রেপিং করেছেন শাড়ি। ভালো দেখাচ্ছে তাঁকে। এক কাঁধে ফেলে রেখেছেন আঁচল। শাড়ি পরে নিজের সৌন্দর্য ও কার্ভ ফ্লন্ট করার সুযোগ হাতছাড়া করেননি। এই শাড়িতে রয়েছে বিশেষ সিকুইন কাজ।
রুপোলি সিকুইন ওয়ার্ক রয়েছ সম্পূর্ণ শাড়িজুড়েই। যা এই শাড়িতে একটি ব্লিং এফেক্ট যোগ করেছে। অপূর্ব দেখাচ্ছে তাঁকে। কালো রঙ শ্রাবন্তীর স্কিন কমপ্লেকশনের সঙ্গেও খুব ভালো মানিয়েছে। শাড়িটি অভিনেত্রীর ফিগারকেও দারুণ কমপ্লিমেন্ট দিচ্ছে।
এই কালো শাড়ির সঙ্গে ব্লাউজে কোনও কনট্রাস্ট আনেননি অভিনেত্রী। বরং, নিজের কালো রঙের শাড়ির সঙ্গে ম্যাচ করেই বেছে নিয়েছেন এই ছোট্ট কালো ব্লাউজ। এই ব্লাউজকে ক্রপ প্যাটার্নে রাখা হয়েছিল। ব্লাউজেও দেখা যাচ্ছে, একই সিকুইন ওয়ার্ক।
যা একটি ব্লিং এফেক্ট যোগ করেছে ব্লাউজে। ব্লাউজেও ধরা হয়েছে কালো মনোটোন। যা এই লুকে হট টাচ যোগ করেছে। ব্লাউজটি ক্রপ প্যাটার্নে রাখার জন্য অভিনেত্রীর মিডরিফ অংশ হাইলাইট হয়েছে। চমৎকার দেখাচ্ছে তাঁকে।
ব্লাউজের ক্রপ প্যাটার্ন ও সিকুইন ডিটেলিংয়ের পাশাপাশি আরও একটি দিকে নজর গেল সবার। কারণ, ব্লাউজে যে স্লিভ ডিটেলিং রয়েছে তা অসাধারণ। এছাড়াও ব্লাউজের নেকলাইনও দেখার মতো। ডিপকাট নেকলাইন রয়েছে এই ব্লাউজে। যা এক কথায় চমৎকার।
এতে লুকের হটনেস একশো শতাংশ বেড়েছে। এদিকে ব্লাউজের স্লিভ ডিটেলিংও আলাদা করে নজর কেড়েছে সবার। যেমন, শ্রাবন্তীর ব্লাউজের স্লিভটি খুবই সরু। এই ধরনের স্ট্র্যাপকে নুডল স্ট্র্য়াপ বলা হয়। আর নুডল স্ট্র্যাপ মানেই যে, তা যথেষ্ট সেক্সিই হবে, তা স্বাভাবিক! তার উপর এই ব্লাউজটি পরেছেন স্বয়ং শ্রাবন্তী! হটনেস উপচে পড়বেই।
সুন্দর করে সেজেছেন শ্রাবন্তী, আপনিও পারেন ঠিক এভাবেই…
ওভার অ্যাকসেসরিজ দিয়ে নিজের লুককে নষ্ট করে ফেলেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কারণ, অভিনেত্রীও খুব ভালো করে জানেন যে, যখন তিনি একটি সিকুইন শাড়ি পরেছেন, তখন তাঁর শাড়ির দিক থেকে যেন কারও নজর না সরে। যাই হোক, অভিনেত্রী সেদিকে লক্ষ্য রেখেছেন।
লাখ টাকার চাকরি ছেড়ে চাষাবাদ, বছরে গীতাঞ্জলির আয় ৪ কোটি টাকা
স্টেটমেন্ট লেয়ারড নেকলেস পরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর মেকআপও ছিল দেখার মতো। ন্যুড টোনেও ধরে রেথেছেন গ্ল্যাম লুক। গ্লসি লিপস আলাদা করে নজর কেড়েছে। চমৎকার দেখতে লাগছে তাঁকে। আমরা তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। আপনারও তাই অবস্থা?
আপনি যে কোনও পার্টিতে এরকম একটি লুক ক্যারি করতেই পারেন। তবে সন্ধ্যার অনুষ্ঠানেই এই ধরনের লুক ক্যারি করলে বেশি ভালো হয়। এরকম ব্ল্যাক সিকুইন শাড়ি পরে নিন। সঙ্গে শ্রাবন্তীর মতোই গ্ল্যাম মেকআপ করুন। আপনাকে দুর্দান্ত দেখাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।