বিনোদন ডেস্ক : এক কুৎসিত ইঙ্গিত করে নেটিজ়েন যা লিখেছেন, তা এই প্রতিবেদনে লেখার অযোগ্য। অভিনেত্রী নিজের ছন্দে নাচছিলেন ‘প্রেমিকা নে পেয়ার সে’ গানের তালে। একজন নেটিজ়েন শ্রাবন্তীর হাসি (পড়ুন স্মাইল) খুঁজছিলেন। কেউ লিখেছেন, তাঁকে সেই হলুদ পোশাকে এক্কেবারেই ভাল লাগছে না দেখতে।
শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। বারবারই তাঁকে নিয়ে কাটাছেঁড়া করেছে নিন্দুকের একটা বড় দল। অভিনেত্রীর ব্যক্তিজীবন হয়ে উঠেছে নেটিজ়েনদের কাছে মুখরোচক বিষয়। বারবারই তাঁকে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করা হয়েছে। এবার একটা সামান্য ভিডিও পোস্ট করেই বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছে শ্রাবন্তীকে।
কিছুই নেই ভিডিওটিতে। হলুদ রঙের সেমি ফর্মাল একটি শার্ট এবং কালো ট্রাইজ়ার্স পরে শ্রাবন্তী নাচছিলেন সবুজে মোড়া মাঠে। চারপাশে সবুজ গাছপালা। ফুরফুরে হাওয়া বইছে সেখানে। দেখেই বোঝা যায়, অভিনেত্রী বেড়াতে গিয়েছেন। যদিও তাঁর ভ্রমণ স্থলের কথা একফোঁটাও উল্লেখ করেননি পোস্টে। তা নিয়ে কারও তেমন মাথাব্যথাও নেই। মাথাব্যথা অন্য বিষয়ে। অভিনেত্রী কেন কোনও ক্লোজ়আপ ছবি দেননি।
এক কুৎসিত ইঙ্গিত করে নেটিজ়েন যা লিখেছেন, তা এই প্রতিবেদনে লেখার অযোগ্য। অভিনেত্রী নিজের ছন্দে নাচছিলেন ‘প্রেমিকা নে পেয়ার সে’ গানের তালে। একজন নেটিজ়েন শ্রাবন্তীর হাসি (পড়ুন স্মাইল) খুঁজছিলেন। কেউ লিখেছেন, তাঁকে সেই হলুদ পোশাকে এক্কেবারেই ভাল লাগছে না দেখতে।
সদ্য ‘দেবী চৌধুরানী’র শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। প্রচুর মেহনত করেছেন শ্রাবন্তী। সেই ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র সঙ্গে নাকি প্রেম করেছেন শ্রাবন্তী, সেই খবরও রটেছে। বেঙ্গালুরুতে আয়োজিত চলচ্চিত্র উৎসবে একসঙ্গে গিয়েছিলেন শ্রাবন্তী-শুভ্রজিৎ। ফ্লাইটে সময় কাটানো থেকে শুরু করে বেঙ্গালুরুতে অনেকটা সময় তাঁরা কাটিয়েছেন একসঙ্গে। কাছাকাছি এসেছে দুটি হৃদয়।
দেশি মেয়ের বিদেশী স্টাইল, দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী
একটি নয়, তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। প্রথম বিয়ে করেছিলেন অনেক আগে। সেই সময় তিনি খুবই ছোট। পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর সেই বিয়ে ভাঙে ১৫ বছর পর। শ্রাবন্তীর জীবনে আসেন মডেল কৃষ্ণবিরাজ, বিয়ে হয় এবং একবছরের মধ্যে ডিভোর্স হয়। ফের এক বিমানকর্মীর সঙ্গে প্রেম হয় শ্রাবন্তীর। সেই রোশন সিংয়ের সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।