বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সমোলোচনার শীর্ষে থাকেন তিনি। হলুদ বিকিনিতে চিকন শরীর মেলে ধরলেন শ্রাবন্তী। পিছনে সুইমিং পুলের নীল পানি। নায়িকার রূপের আগুনে পুড়ছে নেটদুনিয়া, বাদ নেই মিমি-শুভশ্রীরাও।
চল্লিশের কোটায় এই অভিনেত্রী। শনিবার ইনাস্টাগ্রামে হলুদ রংয়ের বিকিনিতে ছবি দিলেন এই টলি সুন্দরী। তোলপাড় ফেসবুক-ইনস্টাগ্রাম। সম্প্রতি জিতু কমলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে অনেক কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘বাবুসোনা’ কো-স্টারের বিয়ে ভাঙার জন্য অনেকেই কাঠগড়ায় তুলেছেন শ্রাবন্তীকে। যদিও সেই গুজব উড়িয়েছেন খোদ জিতুর বিচ্ছিন্না স্ত্রী নবনীতা।
শ্রাবন্তীর বিকিনি লুকে ঘায়েল তার বান্ধবীরা। শুভশ্রী লেখেন- ‘ভীষণ হট’, মিমির মন্তব্য ‘মামনি’, সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি। সৌমিতৃষা কুণ্ডু লেখেন- ‘ইনস্টা তো জ্বলে গেল আজ’। মৌনি রায় আগুন জ্বলা স্টারের ইমোজি জুড়ে দেন মন্তব্য বাক্সে। শ্রাবন্তীর ছবি দেখে অনেকে অবশ্য কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ লিখেছেন- বুড়ো বয়সের ভীমরতি, অনেকে আবার লিখেছেন- চার নম্বর বিয়ের জন্য পাত্র খুঁজছে দিদি। তবে ট্রোলারদের কোনওদিন পাত্তা দেন শ্রাবন্তী।
ট্রোল নিয়ে ব্যঙ্গাত্মক সুরে শ্রাবন্তী জানান, তিনি ট্রোলারদের রোজগারের উপায়। তার বক্তব্য, আমাকে ট্রোল করে যদি কারুর দু পয়সা রোজগার হয় তাতে কোনো অসুবিধা নেই। মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী। অগস্ট মাসে একদিনের ব্যাবধানে মা-ছেলের জন্মদিন। আগামী অগস্টেই ২১-এ পা দেবে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের একমাত্র ছেলে অভিমন্যু তথা ঝিনুক। রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ছেলের সম্পূর্ণ দায়িত্ব পালন করেন মা শ্রাবন্তী। ভাঙা বিয়ে নিয়ে যতই প্রশ্নের মুখে পড়ুন না কেন, বিতর্কের আঁচ ছেলের গায়ে লাগতে দেন না শ্রাবন্তী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।