ফের কনের সাজে শ্রাবন্তী, নেটদুনিয়ায় হইচই

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় যেমন দর্শকের দরবারে প্রশংসিত ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবন পেজ থ্রি-র গসিপ। তিনবার সংসার ভেঙে যাওয়ার পর সোশাল মিডিয়ায় অভিনেত্রী যাই পোস্ট করুক না কেন বারবার কটাক্ষের শিকার হন তিনি। এবারেও কিন্তু, তার ব্যতিক্রম হল না।

শ্রাবন্তী

এই সাজে সোশাল মিডিয়ায় হাজির হতেই দেয়ে এল কটাক্ষের তীর। কমেন্ট বক্স জুড়ে শুদুই নেতিবাচক মন্তব্য। এই মুহূর্তে সোসাল মিডিয়ায় ভাইরাল বিয়ের সাজে শ্রাবন্তীর ছবি। অভিনেত্রীর লেটেস্ট ভিডিয়ো দেখে কী ভাবছেন পের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক ক্লিকে দেখে নিন শ্রাবন্তীর ব্রাইডল লুক।

ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী?
টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিয়ের সাজের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। প্রথম ঝলক দেখে অনেকেই মনে করছেন আরও একবার জীবনটাকে নতুন করে সাজাতে চলেছেন অভিনেত্রী। জেনে নিন সত্যিতা।

ব্রাইডল ফটোশ্যুট
বিয়ের সাজে শুধুমাত্র ফটোশ্যুট করেছেন বাঙালী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার সেলিব্রিটি স্টাইলিশ রুদ্র সাহার জন্য ফটোশ্যুট করেছেন অভিনেত্রী। আর রুদ্রই তাঁর ইনস্টা হ্যান্ডল প্রোফাইল থেকে কনের সাজে শ্রাবন্তীর নতুন ভিডিয়ো শেয়ার করেছেন।

​অভিনেত্রীকে খোঁচা
বিয়ের সাজে শ্রাবন্তীর ছবি দেখে কমেন্ট বক্সে নোংরা মন্তব্য করতে একবারও ভাবেননি ট্রোলাররা। কেউ লিখেছেন, প্রসেনজিতের মতো চার নম্বর বিয়েটা সেরে ফেলুন। কেউ আবার মন্তব্য করেছেন, বিয়ের ফটোশ্যুট করা ছাড়া আর কোনও কাজ নেই। এছাড়াও আরও অনেক কটাক্ষ করা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

অভিরূপের সঙ্গে দূরত্ব?
চর্চিত প্রেমিক অভিরূপের সঙ্গে আজকাল নাকি প্রফেশনাল সম্পর্কটুকুই রাখছেন শ্রাবন্তী। কারণ তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যম্বাসডার বং বিউটি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।