টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবনে অসংখ্যবার আলোচনায় এসেছেন। কখনো ভালোবাসা, কখনো প্রেম, আবার কখনো বিচ্ছেদ। এ নিয়ে সামাজিক মাধ্যমে সবসময় আলোচিত-সমালোচিত হন অভিনেত্রী।
কিন্তু শ্রাবন্তীর সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। তিনি সবসময় কাজ আর ভক্তদের ভালোবাসা নিয়েই থাকতে বেশি পছন্দ করেন। শতব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। যদিও স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নানা ঝড়ঝাঁপটা গেছে। শেষে সেই বিপদ কাটিয়ে নিজের কাজ ও সৌন্দর্যের ঝলক ধরে রেখেছেন এ শ্রাবন্তী।
সম্প্রতি অভিনেত্রী সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার আকর্ষণীয় লুক রীতিমতো মুগ্ধ করেছে ভক্তদের। পূজায় মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। ‘দেবী চৌধুরানী’ সিনেমা ঘিরেই এখন প্রচারে ব্যস্ত অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি লেহেঙ্গায়। খোলা চুল আর হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা। ক্যামেরায় নানা ঢঙে পোজ দিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই শ্রাবন্তীর এ ছবিগুলো নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তারা মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। এক নেটিজেন লিখেছেন— অসাধারণ। আরেক নেটিজেন লিখেছেন—অনেক মিষ্টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।