বিনোদন ডেস্ক: একই সোফায় পাশাপাশি ম্যাচিং ড্রেস পড়ে বসে রয়েছেন অন্যতম বাংলার অভিনেত্রী এবং রাজনীতিবিদ! একসাথে হোলি খেলা থেকে রাজনৈতিক সম্প্রচার- বরাবরই তাদের মধ্যেকার কেমিস্ট্রি চমকপ্রদ আর এইবার শ্রাবন্তির আপকামিং মুভি “ভয় পেয়ো না”এর প্রচারার্থে তার সাথে যোগ দিলেন “বং ক্রাশ” মদন মিত্র। এদিন সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী এবং তার আপকামিং মুভি ও আধুনিক বাংলা সিনেমা নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন কামারহাটির রাজনীতিবিদ।
আগামী ২৭শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অয়ন দে পরিচালিত শ্রাবন্তীর অভিনয় ক্যারিয়ারের প্রথম হরর-থ্রিলার “ভয় পেয়ো না” আর এই ছবি সম্প্রচার প্রসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে কি কি বক্তব্য পেশ করলেন মদন মিত্র? চলুন দেখে নেওয়া যাক। মুভি প্রসঙ্গে মদন দা প্রথমেই বলে বসেন,ব”এই সিনেমাটি দেখতে হবে বাচ্চাদের। বড়রা তো আসবেই তবে আমি বলে দেবো একদিন এগারোশো বাচ্চা ১৬ বছর পর্যন্ত বাচ্চারা দেখতে আসবে। মেয়েরা আসবে। আর কি সবাই হো হো করবে। ওরকম না করলে মজা হয় না।”
এখানেই থেমে থাকেননি তিনি! এরপর আরো যোগ করেন “আরআরআর, কেজিএফ ওয়ান/টু এগুলিতে কি আছে? কিছুই নেই ছবিগুলোতে। ঘুম আসছে না, বরং ঘুম কেটে যাচ্ছে। কেজিএফ1 এর কোন মাথা নেই মুন্ডু নেই।” একথা বলে তিনি জানান বাংলা ছবিকে ঘুরে দাঁড়াতেই হবে বাংলার মানুষ দু’বছর ধরে চিড়িয়াখানায় বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে। এক কথায় তার ভীষণ চাহিদা বাংলা ছবি আবার গর্জে উঠুক, “আমি আমরা বাঙালি করিনা কিন্তু আমি বাঙালি।”
এরপর টলিপাড়ার কোন অভিনেত্রীকে পছন্দ করেন তিনি? এই প্রশ্ন করা হলে মদনদার স্পষ্ট উত্ত, “সৌন্দর্য দিয়ে শুধু অভিনেত্রী হয়না, তাহলে যারা বঙ্গ বিশ্বসুন্দরী তারাই অভিনেত্রী হত কিন্তু শ্রাবন্তী হলো ভার্সেটাইল হিরোইন। ওসব জায়গায় মানিয়ে নেয়। ওর মধ্যে একটা বিশেষ প্রবণতা আছে ও সকলকেই দুম করে হাসিয়ে দিতে পারে।”
আপকামিং ছবির নায়িকা সম্পর্কিত এরূপ প্রশংসায় ভরিয়ে দেন মদন দা। সাথে আপকামিং এই ছবির আবহ সম্পর্কে তিনি জানান, “এই সিনেমায় কম গান। তিনটে গান সিলেকটিভ। বেশি গান হলেই সিনেমা নষ্ট। তবে আমার বিশ্বাস যে কটা মুভি এখন রিলিজ হচ্ছে তার মধ্যে শ্রাবন্তীর এই আপকামিং মুভি বক্স অফিসে হিট করবে।”
শোকের ছায়া নেমেছে সালমান খানের পরিবারে, কান্নায় ভেঙে পড়েছেন বোন অর্পিতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।