বিনোদন ডেস্ক : যত দিন যাচ্ছে ততই যেন সুন্দর হয়ে উঠছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার রূপে গুনে মজেছেন বহু পুরুষ। কিন্তু এবার বাংলাদেশের জনপ্রিয় এক অভিনেতা নিজের করতে চান শ্রাবন্তীকে! বিষয়টি কেমন গোলমেলে শোনাচ্ছে তাই না? চলুন তবে, খোলসা করে বলা যাক বিষয়টি।
যত দিন যাচ্ছে ততই যেন সুন্দর হয়ে উঠছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার রূপে গুনে মজেছেন বহু পুরুষ। কিন্তু এবার বাংলাদেশের জনপ্রিয় এক অভিনেতা নিজের করতে চান শ্রাবন্তীকে! বিষয়টি কেমন গোলমেলে শোনাচ্ছে তাই না? চলুন তবে, খোলসা করে বলা যাক বিষয়টি। ফের তিনবছর পর ওপার বাংলার সিনেমায় দেখা যাবে শ্রাবন্তীকে। ছবির নাম ‛বিক্ষোভ’। আর সেখানেই অভিনেতা শান্ত খানের সঙ্গে জুটি বেঁধেছেন এপারের মিষ্টি নায়িকা শ্রাবন্তী।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই সকলের নজর কেড়েছে শ্রাবন্তী ও শান্ত খানের কেমিস্ট্রি। এই ছবিতে এক শিক্ষিকার ভূমিকায় দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে শান্ত খানকে দেখা যাবে শিক্ষার্থীর ভূমিকায়। ছবির মূল বিষয়বস্তু হল নিরাপদ সড়কের জন্য আন্দোলন। আর তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা সিনেমা। বাংলাদেশে চার বছর আগে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের ছোট ছোট ছাত্রদের আন্দোলন নাড়িয়ে দিয়েছিল সমাজকে। সেই ঘটনাকে পুঁজি করে দেশবিরোধী চক্রান্তের অপচেষ্টাও কম হয়নি। নানান রহস্যে ঘেরা সেই সময়ের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘বিক্ষোভ’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। সেখানেই পাওয়া গেল শান্ত খান ও শ্রাবন্তীর রসায়নের টুকরো কিছু মুহূর্ত। এক দৃশ্যে শান্ত খানকে শ্রাবন্তী বলেন, ‘আমাদের সমাজ, সংস্কৃতি এই স্বপ্নকে পূরণ হতে দেবে না শান্ত’। শিক্ষিকা ও ছাত্রের মধ্যে প্রেম-রসায়নও দেখা যাবে। সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, শিবা শানু, রাহুল দেবসহ দুই বাংলার একাধিক জনপ্রিয় শিল্পী। আগামী ১০ জুন বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তীর দ্বিতীয় সিনেমা। এর আগে ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছিলেন টলি সুন্দরী। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। তিন বছর পর আবারও বাংলাদেশের সিনেমায় কাজ করতে দেখা যাবে শ্রাবন্তীকে। তবে ‛বিক্ষোভ’সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। এরপর করোনার কারণে থমকে যায় সবকিছু। অবশেষে আবার ২০২১ সালে এই সিনেমার গান ও টিজার মুক্তি পায়। এই ছবির পরিচালক হলেন শামীম আহমেদ রনি। এছাড়া এই ছবির প্রযোজনায় রয়েছেন শান্ত খানের বাবা সেলিম খান।
ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে হয় শ্যুটিং। তবে দুটি গানের শ্যুটিং হয়েছে ভারত ও থাইল্যান্ডে। দুই মাস আগে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। এবার সারাদেশে একযোগে ‘বিক্ষোভ’ মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে হল বুকিংও শুরু করেছে শাপলা মিডিয়া। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রাবন্তীর। ২০২১ সালের ১৪ মে প্রকাশ পায় এর টিজার। এরপর সে বছর ৩ ডিসেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির একটি গান। টিজার ও গানে ফুটে উঠেছে নিরাপদ সড়কের কথা। গানটিতে শান্ত খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অনবদ্য পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। কয়েক মিলিয়ন দর্শক দেখেছে এ গান ও টিজার। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‛ভয় পেও না’। যেটি একটি হরর ফিল্ম ছিল। এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ছিলেন অভিনেতা ওম সাহানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।