শ্রদ্ধা কাপুর বয়সে ছোট একজনের সঙ্গে ডেটিং করছেন

sraddha-kapoor-and-

বিনোদন ডেস্ক : শুধু অনস্ক্রিন কাজের জন্য নয়, বরং মিষ্টি স্বভাবের কারণেও ভক্তদের প্রিয় শ্রদ্ধা কাপুর। নিজের মনের কথা খোলাখুলি তুলে ধরেন অভিনেত্রী। কিন্তু একটি বিষয় ব্যক্তিগত রাখেন, তা হলো প্রেম জীবন।

sraddha-kapoor-and-

চলতি বছরের শুরুতে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ে উৎসবে রাহুল মোদীর সঙ্গে প্রথম জনসমক্ষে হাজির হন শ্রদ্ধা। সে সময় ভক্তরা ভেবেছিলেন তিনি বোধহয় শিগগির তাদের সম্পর্ক নিয়ে জানাবেন। কিন্তু তা হয়নি। পরিবর্তে তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে যখন শ্রদ্ধা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর লেখক এবং তার কুকুরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেন।

এই ‘আনফলোয়িং’ ঘটনা ভক্তদের নজরে আসার পর শ্রদ্ধা তার হরর কমেডি ‘স্ত্রী ২’-এর প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। ছবির বক্স অফিস সাফল্য কিছু সময়ের জন্য তার ব্যক্তিগত জীবন থেকে সব ফোকাস সরিয়ে দেয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গীর কথা উল্লেখ করতেই ফের গুঞ্জন শুরু হয়।

শ্রদ্ধা বলেন, তিনি তার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভক্তরা মনে করছে, শ্রদ্ধা সম্ভবত কোনও সিন্ধি ব্যবসায়ীর মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন।

একটি রেডিট পোস্টে বলা হয়েছে, ‘আমার কাছে কিছু নিশ্চিত রিপোর্ট রয়েছে তিনি এমন একজনের সঙ্গে ডেটিং করছেন যিনি সিন্ধি পরিবার থেকে এসেছেন। বলিউডের সঙ্গে সম্পর্ক নেই তবে তিনি একজন ব্যবসায়ী। সিনেমায় বিনিয়োগও করেছেন। তিনি দিল্লিতে স্ত্রী সিনেমার প্রচারের সময় তার সঙ্গেই ছিলেন। নিশ্চিতভাবে ছেলেটি বয়সে শ্রদ্ধার চেয়ে ছোট। আসল ব্যাপার হলো তারা খুব শিগগির বিয়ে করতে পারে।’

বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় মডেল সারা

যদিও একমাত্র শ্রদ্ধাই পারবেন এই খবরটি নিশ্চিত করতে।