আন্তর্জাতিক ডেস্ক : নিজ নাগরিকদের অতি দ্রুত তুরস্ক ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধ ও গাজা উপত্যকায় চলমান বিমান হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে মঙ্গলবার (১৭ অক্টোবর) এই নির্দেশনা দেয় দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)।
নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের আরব দেশগুলো ভ্রমণের ব্যাপারে সতর্ক করা হয়েছে। তবে তুরস্ককে ‘সবচেয়ে বড় হুমকি’ অভিহিত করে দেশটি ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। এরই মধ্যে যারা তুরস্কে অবস্থান করছে তাদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএসসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তরস্কে অবস্থানরত সকল ইসরায়েলিকে এক্ষুনি দেশটি ছাড়ার আহ্বান জানানো হলো।’ এছাড়া বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের জনপরিসর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে বুধবার (১৮ অক্টোবর) মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে বিক্ষোভ হয়েছে তুরস্কের বিভিন্ন শহরেও। এমন পরিস্থিতিতে দেশটিতে নিজ নাগরিকদের প্রতি ‘সন্ত্রাসের হুমকি’ বাড়ছে বলে মনে করছে ইসরাইল।
রেস্তোরাঁয় খেয়ে বিল পরিশোধ না করে হার্ট অ্যাটাকের নাটক করতেন তিনি
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে বিশ্বব্যাপী ইহুদি ও ইসরাইলিদের প্রতি হুমকি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সে কারণেই এনএসসি নাগরিকদের সতর্ক করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।