শ্রদ্ধার নতুন ল্যাম্বরগিনির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

ল্যাম্বরগিনি

বিনোদন ডেস্ক : দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষে হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এদিন রাতেই নিজে নিজেকে একটি ল্যাম্বরগিনি কিনে উপহার দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

ল্যাম্বরগিনি

মঙ্গলবার (২৪ অক্টোবর) সামজিক যোগাযোগমাধ্যম এক্স এ শ্রদ্ধা কাপুর একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি ১৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখেন, ‘শ্রদ্ধা কাপুর তার নতুন ল্যাম্বরগিনির সাথে’।

জানা গেছে, শ্রদ্ধার এই নতুন লাল গাড়িটির দাম চার কোটিরও বেশি। ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা মডেলের গাড়ি এটি।

এদিকে গাড়িটি চালানোর আগে সেটি পূজা করাতে মুম্বাইয়ের ইসকন মন্দিরে গিয়েছিলেন শ্রদ্ধা। ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে গাড়িটির পূজা করেন অভিনেত্রী। তারপর গাড়ির চালকের আসনে বসেন।

দেশের বাহিরে যাবেন? জেনে রাখুন কমদামে বিমানের টিকিট কাটার কৌশল

এদিকে ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরী ও শ্রদ্ধা তার লাল গাড়িটির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পূজা ক্যাপশনে লেখেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি অনেক বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। কোম্পানিটির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম ল্যাম্বরগিনি যে এমন একজন প্রতিভাবান নারীকে বিক্রি করা হয়েছে।’