বিনোদন ডেস্ক : রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’র সিংহভাগ শুটিং হয়েছে বেনারসে। সম্প্রতি মুক্তি পাওয়া সেই ছবিরই অভিনব প্রচারপর্ব হয়ে গেল গঙ্গাবক্ষে। যার প্রধান চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। সেই প্রচারেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুুখি হন। তার কাছে জানতে চাওয়া হয় চলতি বসন্ত কেমন কাটছে?
শ্রাবন্তী হেসে বললেন, এই বসন্ত শুধু কাজ করেই কাটছে। শো, শুটিং, নতুন ছবির প্রোমোশন। এখন কাজের সঙ্গেই প্রেম। ২৫ বছরের বেশি কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে। ফিরে তাকালে কী মনে হয়? অভিনেত্রী বলেন, অনেক কিছু দেখলাম। এত ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা সময় সিরিয়ালও করেছি।
অভিনয় আমার রন্ধ্রে রন্ধ্রে। প্রচুর স্ট্র্যাগলও করেছি। ১৬-১৭ বছরে মা হয়েছি। পরিবারের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারতাম না। ‘সাদা রঙের পৃথিবী’ মুক্তি পেলো। কেমন লাগছে? তিনি বলেন, ‘শিবানী’ আর ‘ভবানী’ আমার দুটো চরিত্র। শিবানী একজন সমাজসেবী, যে বিধবাদের জন্য কাজ করছে, তাদের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে দাঁড়ায়। ভবানীর চরিত্র নিয়ে এখনই খুব বেশি বলা যাবে না।
অভিনয়ের প্রশংসার পাশাপাশি আপনার সমালোচনাও তো কম হয় না? অভিনেত্রীর উত্তর- যার নাম আছে, তার বদনাম আছে। একসময় এগুলো খারাপ লাগতো। এখন কিছু যায়-আসে না। জীবন অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি। কাজের প্রতি ভালোবাসা আর নিজের সততা আছে। সেটাই গুরুত্বপূর্ণ। জীতু কমলের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল অভিনেতার ব্রেকআপের সময়। সেটা কি প্রভাবিত করেছিল?
অভিনেত্রী বললেন, লন্ডনে আমরা দুটো ছবির শুটিং করেছিলাম, যেখানে জীতুর প্রাক্তন স্ত্রীও গিয়েছিল। ওর সঙ্গেও আমি অনেক ঘুরেছি। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী। এরকম কোনো ব্যাপারই নয়। আমি আসলে এখন কোনো সম্পর্কে নেই। একদম সিঙ্গেল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।