৩৫ সিনেমা হলে শ্রাবন্তী-শান্ত’র ‘বিক্ষোভ’

শ্রাবন্তী-শান্ত’র ‘বিক্ষোভ’

বিনোদন ডেস্ক : এরআগে প্রায় ২৮ বছর আগে সালমান শাহ ও শাবনূর অভিনীত মোহাম্মদ হাননান পরিচালিত ‘বিক্ষোভ’ ছবি মুক্তি পেয়েছিলো। সেখানেও শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ নিয়ে গল্প দেখানো হয়েছিলো। ছবিটি বাম্পার ব্যবসা করেছিলো। ‘বিদ্যালয় মোদের মোদের বিদ্যালয়…’ আগুন ও রুনা লায়লার কণ্ঠের গানটি এই শিক্ষার্থীদের চেতনার অংশ এখন।
শ্রাবন্তী-শান্ত’র ‘বিক্ষোভ’
এবারে ২৮ বছর পর মুক্তি পেতে চলছে জাতীয় সমস্যা নিয়ে ২০১৮ সালে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপট নিয়ে একই নামে ‘বিক্ষোভ’। ছবিটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। মাঝে করোনার কারণে প্রায় দেড় বছর হল বন্ধ থাকায় ছবি মুক্তিতে বাধাগ্রস্থ হলেও সমসাময়িক গল্প হওয়ায় আলোচনায় থাকছে ছবিটি। প্রযোজনা হাউজ থেকে জানানো হয় ঢাকার মধুমিতা, গীত, চিত্রামহল, আনন্দ, বিজিবি, সৈনিক ক্লাব, শ্যামলী, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, সিনেস্কোপ, চাঁদমহল (কাঁচপুর), মমতা, পান্না, চন্দ্রিমা, অভিরুচি, সত্যবতী, সুগন্ধা, সিনেমা প্যালেস, নন্দিতা, শাপলা (রংপুর), বিজিবি (সিলেট), মর্ডান, সংগীতা, লিবার্টি, ছায়াবানী, তাজ, মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মনিহার (যশোর), লায়ন সিনেমাস, রাজিয়া, স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লক বাস্টার, মাধবীসহ মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘বিক্ষোভ’।

তরুণ নায়ক শান্ত খান ছবিটিতে ছাত্র আন্দোলনের নেতার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে ভারতের শ্রাবন্তী চ্যাটার্জী অভিনয় করেছেন।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে ঢাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয়, আহত হয় আরও ১০ জন শিক্ষার্থী।

এই সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা ঢাকায় আন্দোলন শুরু করে, যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়ে ‘বিক্ষোভ’।

আগামী ১০ জুন সারা দেশে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

এদিকে শান্ত, শ্রাবন্তী ছাড়াও ‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ।

কবীর সিংয়ের নতুন নায়িকা নোরা ফাতেহি, রোম্যান্স দেখার আশায় ভ্ক্তরা!