বিনোদন ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘দেবী চৌধুরানী’ যৌথভাবে প্রযোজনা করছে ভারত-যুক্তরাজ্য। মূল ছবিটি বাংলায় হলেও ডাবিং হবে আরও ছয়টি ভাষায় হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়।
ছবিটির মূল চরিত্র ‘দেবী চৌধুরানী’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আরও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দা প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন শুভ্রাজিৎ মিত্র। সংগীত পরিচালনায় বিক্রম ঘোষ।
আগামী ২২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ব্রিটিশ-বিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক নারী চরিত্র ‘দস্যুরাণী দেবী চৌধুরানী’কে নিয়ে আবর্তিত হয়েছে ছবির কাহিনী। ভারত ও যুক্তরাজ্য সরকারের ২০০৭ সালের ইন্দো-ইউকের সংস্কৃতি বিনিময়ের চুক্তির পথ ধরে ছবিটি যৌথভাবে নির্মিত হচ্ছে। ‘দস্যুরাণী দেবী চৌধুরানী’ আজও ভারতের প্রথম নারী স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।